Site icon Trickbd.com

[গার্মেন্টস ep-16] আসুন গার্মেন্টসের কাজ শিখি বেকারত্ব কমায় ( নিডেল,জিপার,বাটন কত প্রকার ও কি কি?)

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে আমিও ভাল আছি ৷

 ট্রিকবিডিতে নিত্যদিন নিত্য নতুন কিছু শিখতে সবাই আশাবাদী ৷ সত্যিকথা বলতে, আমিও আশা করি নতুন কিছু শিখতে এবং নতুন কিছু শেয়ার করতে ৷ তাইতো আজ লিখেছি নতুন কিছু ৷ দেখাই যাক কেমন হয় ৷

আলোচনাঃ

আজকের পোষ্টে কিছু ম্যাটেরিয়াল সম্পর্কে জানব ৷ গার্মেন্টস জগতে অনেক ধরনের ম্যাটেরিয়াল রয়েছে ৷ সব গুলা একসাথে একই পোস্টে বিস্তারিত বলে শেষ করা যাবেনা সুতরাং আজ কয়েকটি ম্যাটেরিয়াল সম্পর্কে জানবো তা নিম্নে বিস্তারিত সহ উল্লেখ করা হলোঃ 

আর যারা আগের পোস্ট দেখেন নি তাদের জন্য ?আসুন গার্মেন্টসের কাজ শিখি বেকারত্ব কমায় ( ট্রাফিক লাইট সিস্টেম কি ?)

 

আগের পোস্ট সব গুলা  দেখতে এখানে ক্লিক করুন ? আসুন গার্মেন্টসের কাজ শিখি বেকারত্ব কমায় ( সব এক সাথে)

 

মুল আলোচনাঃ 

 

1⃣Zipper কত প্রকার ও কি কি?

 একটি জিপারে কয়টি অংশ আছে? এবং কি কি? 

2⃣ বাটন কত প্রকার ও কি কি? 

3⃣ Button hole কত প্রকার?

4⃣ নিডেল কি? নিডেল কত প্রকার ও কি কি? 

 

START…….Now

 

1⃣Zipper কত প্রকার ও কি কি?

 একটি জিপারে কয়টি অংশ আছে? এবং কি কি? 

 

#⃣ Zipper কত প্রকার ও কি কি?

 

উত্তর: Zipper দুই প্রকার|

যথাঃ- 

  1. Broush জিপার
  2. Durling জিপার

 

১.Broush জিপার: যে জিপারে Runner এক সাইড দিয়া উঠানামা করে এবং Runner বাহির করা যায় না তাহাকে

Brush জিপার বলে ৷

২.Durling জিপার: যে জিপারে Runner উভয় পার্শ্ব থেকে উঠানামা করে এবং বাহির করে আলাদা করা যায়

তাহাকে Durling জিপার বলে ৷

 

[বিঃদ্রঃ:জিপার বন্ধ ও ওপেন করার জন্য মধ্য স্থানে উঠানামা করে তাহাকে Runner বলে]

#⃣ একটি জিপারে কয়টি অংশ আছে? এবং কি কি? 

 

একটি জিপারে সাধরনত চারটি অংশ থাকে ৷ যেমনঃ?

2⃣ বাটন কি? বাটন কত প্রকার ও কি কি?  

 

#⃣ বাটন কি?

উওরঃ সাধারনত বোতামকেই বাটন বলা হয় ৷ বাটন শব্দের অর্থ হলো বোতাম । 

 

#⃣বাটন কত প্রকার ও কি কি?  

উওরঃ

ম্যাটেরিয়াল বা ধাতুর দিক দিয়ে বাটনকে তিন ভাগে ভাগ করা যায়।

 যেমনঃ–

 

  1. প্লাষ্টিক বা পলি বাটন
  2.  ধাতু বা ম্যাটেরিয়াল বাটন
  3. চক বাটন

১। প্লাষ্টিক বা পলি বাটন : যে সব বাটন সাধারণত প্লাষ্টিক জাতীয় পদার্থ দ্বারা তৈরি তাকে প্লাষ্টিক বা পলি বাটন বলে।

২। ধাতু বা ম্যাটেরিয়াল বাটন : ধাতব পদার্থ যেমন তামা, লোহা কিংবা অন্য কোন ধাতু দ্বারা তৈরি তাকে ধাতু বা ম্যাটেরিয়াল বাটন বলে।

৩। চক বাটন : যে সব বাটন সাদা বা বিভিন্ন রংয়ের হতে পারে কিন্তু আঘাত করলে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায় তাকে চক বাটন বলে।

3⃣ Button hole কত প্রকার?

উত্তর: Button hole তিন প্রকার,

যথা:

    1. হরাইজনটাল
    2. ভ্যারাটিক্যাল
    3. আইলেট ৷

4⃣ নিডেল কি? নিডেল কত প্রকার ও কি কি? 

#⃣ নিডেল কি?

উত্তরঃ আমরা সবাই জানি নিডেল সাধারনত সুইকে বলা হয় ৷

নিডেল হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।

#⃣ নিডেল কত প্রকার ও কি কি?

নিডেল দুই প্রকার ৷

যথাঃ- 

  1.  হ্যান্ড নিডেল 
  2. মেশিন নিডেল

নোটঃ গার্মেন্টস এর কাজ শিখুন একদিন না একদিন কাজে লাগবেই ৷

 যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com

? কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ৷