Site icon Trickbd.com

কোয়ালকমের নতুন চিপসেট স্নাপড্রাগন ৮৮৮ ৫জি স্পেসিফিককেশন

গত মঙ্গলবার, কোয়ালকম তাদের নতুন চিপসেট স্নাপড্রাগন ৮৮৮ ৫জি অ্যনাউন্স করে যা পরবর্তী বছরের ফার্স্ট হাফেই পাওয়া যাবে বলে জানিয়েছে বিগ ব্রান্ড শাওমী, রিয়েলমী, অপ্পো। কোয়ালকম অফিসিয়ালি এই নতুন চিপসেটের স্পেসিফিকেশন সম্পর্কে জানায় নাই বাট 91Mobiles, GSMarena, Voice@onleaks, এর মতো সোর্স সবসময় এটা নিয়ে লেখালিখি করে চলেছে। লেটেস্ট নিউজ থেকে যানা যায়, স্নাপড্রাগন ৮৮৮ ৫জি তে থাকবে 5G Support, AI Improvement, Spectra 580, এবং আরও অনেক কিছু।

গতবছর রিলিজ পাওয়া ৮৬৫ SoC চিপসেট একটি মার্কেট সাকসেসর প্রসেসর কোয়ালকমের। আশা করা যায় ৮৮৮ ৫জি চিপসেটটিও নতুন বছরে মার্কেটে সাকসেস হবে। তো চলুন দেখে নেওয়া যাক Snapdragon 888 5G এর Key ফিচারগুলোঃ

মজা ব্যাপার হচ্ছে, যদিও এটি রিলিজ পায় নাই তার আগেই Oppp, Xiaomi, Realme এর মতো ব্রান্ড অলরেডি এটি সহকারে ফোন মডেল ঘোষনা করেছে। Xiaomi তাদের আপকামি Mi 11 এই চিপসেট ব্যবহার করে নিয়ে আসছে আগামী বছরের প্রথম তিনমাসের মধ্যেই।

এটি সম্পর্কে বিস্তারিত ভিডিও মেক করেছি ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

https://youtu.be/X6DGQyGAcDI

আমার একটি ওয়েবসাইট আছে। যেখানে নতুন স্মার্টফোন বা গ্যাজেটের স্পেসিফিকেশন, রিভিউ, নিউজ ইত্যাদি পোস্ট করি। আমার ওয়েবসাইটটি ঘুরে আসুন আমার ওয়েবসাইট লিংক