Site icon Trickbd.com

টেলিগ্রাম বট দিয়ে যেকোনো ওয়েবসাইটের সোর্স কোড ডাউনলোড করুন । সাথে আছে আরো অনেক কিছু

আসসালামু আলাইকুম ।
হ্যালো Trickbd বাসী । সবাই কেমন আছেন ?
আমি হলাম শাহরিয়ার আবিদ (নাম তো সোনা হোগা 😁) আর আজ আপনাদের মাঝে আরো একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । যেটা আপনারা টাইটেল দেখেই বুজে গেছেন । আর তা হলো কিভাবে যেকোনো ওয়েবসাইট এর সোর্স কোড ডাউনলোড করা যায় । তো বকবক না করে আজকের পোস্টটি শুরু করা যাক ।

আজকের বটটির লিংক হচ্ছে :
https://t.me/TheSmartToolsBot

তো প্রথমে আমাদের বটটি start করে নিতে হবে ।

picked

Start করার পর Main Menu তে ক্লিক করলে বট এর সম্পূর্ন টিউটোরিয়াল লিখিত আকারে জানতে পারবেন । আমরা সেটা করছি না কারণ আমাদের উদ্দেশ্য সোর্স কোড ডাউনলোড করা । আপনারা বট এর বাকি কাজগুলো দেখে নিয়েন ।

ওয়েবসাইট এর সোর্স কোড ডাউনলোড করার জন্য আমাদের /ws কমান্ড লিখে যে ওয়েবসাইটের সোর্স কোড ডাউনলোড করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের url দিব । যেমন : আমি এখানে Trickbd – এর সোর্স কোড ডাউনলোড করে দেখাচ্ছি তাই আমি /ws এর পর trickbd.com দিলাম ।

২ – ৩ সেকেন্ড পর আমাদের কাঙ্খিত সোর্স কোডটি zip আকারে বট আমাদেরকে সেন্ড করে দিবে । Zip ফাইলটি ডাউনলোড হবার পর Save to Downloads এ ক্লিক করবো । তাহলে আমাদের Zip ফাইলটি ফোনের Downloads ফোল্ডার এ চলে যাবে ।

তারপর আপনারা চাইলে ফোনের Files by Google বা ZArchiver দিয়ে Extract করে নিতে পারেন ।

Index.html হচ্ছে ওয়েবসাইটের মেইন html ফাইল । তার সাথে আপনারা Javascript ও css ও পেয়ে যাবেন ।

আজকের পোস্টটি এ পর্যন্তই ভালো লাগলে পোস্টটিতে লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে যাবেন । আল্লাহ হাফেজ ।