Site icon Trickbd.com

দেখে নিন আরো পাঁচটি টেলিগ্রাম বট যা আপনার কাজে লাগতে পারে!

আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার?

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও ভাল আছি।

কিছুদিন আগে আমি আপনাদের সাথে পাঁচটি টেলিগ্রাম বট শেয়ার করেছিলাম।

আর আজকের পোস্টেও আমি আপনাদের সাথে এমনই কিছু একটা করতে যাচ্ছি।

 

আশা করি এই পাঁচটি Telegram Bot আপনাদের কাজে দিবে।

সে চিন্তা থেকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসা তো চলুন আর কথা বাড়াবো না ডাইরেক্টলি মেইন টপিকের মধ্যে চলে যাব।

 

কিন্তু তারপর বলব যারা এখনো আগের পোস্টটি দেখেন নাই তারা এখানে ক্লিক করে দেখতে পারেনঃ

৫টি টেলিগ্রাম BOT যা আপনার কাজে লাগতে পারে ।

আমাদের আজকের এই পোষ্টের প্রথমে যে Telegram Bot টি রয়েছে তার নাম হচ্ছেঃ Apk Free Downloader

অনেক সময় আমরা আমাদের android ফোনের জন্য বিভিন্ন ধরনের মোড এপ্লিকেশন খুঁজে থাকি.।

যদিও আমরা সবাই জানি যে Mod এপ্লিকেশনগুলো আমাদের ফোনের জন্য মোটেও ভালো না, কিন্তু তারপরও বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রিমিয়াম ফিচারগুলো উপভোগ করার জন্য আমরা এমনটা করে থাকি।

তো এর জন্য আমাদেরকে google এ আমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটির জন্য অনেক সার্চ এবং ঘাটাঘাটি করতে হয়।

Apk Free Downloader Telegram Bot টি আমাদের এসব বিরক্ত কর সার্চ এবং ঘাটাঘাটি থেকে মুক্ত দিবে। 

আপনারা খুব সহজেই এই টেলিগ্রাম Bot টি ব্যবহার করে যে কোন android অ্যাপলিকেশনের মুড ভার্শন ডাউনলোড করতে পারবেন।

Telegram Bot টি তে জয়েন করতে এই ইউজার নেম দিয়ে সার্চ করুনঃ @APKFreeDownloader_Bot

 

আমাদের এই লিস্টের দ্বিতীয় নাম্বারে যেই টেলিগ্রাম বট রয়েছে তার নাম হচ্ছেঃ Anonymous random chat bot

নাম শুনেই আমরা বুঝতে পারতেছি যে এটা কি ধরনের টেলিগ্রাম বট ।

এখানে আপনারা খুব সহজেই রেনডম যেকোনো মানুষের সাথে কথা বলতে পারবেন,।

মানে আপনার যদি কখনো টাইম পাস করতে মন চায়, বা কারো সাথে কথা বলতে মন চায় তাহলে আপনি এই টেলিগ্রাম বট ব্যবহার করতে পারেন।

নিচে আমি টেলিগ্রাম বটের ইউজার নেম দিয়ে দিলাম আপনারা কথা বলে দেখতে পারেনঃ @random_pacar_bot

 

এবারে আমাদের লিস্টের তৃতীয় নাম্বারে রয়েছেঃ Resize Video Bot

এই টেলিগ্রাম বট আপনাদের যে কোন ভিডিওকে রিসাইজ বা কমপ্রেস করে দিতে সক্ষম।

আপনার যদিও অনেক বড় একটি ভিডিও থাকে, এবং আপনি যদি সেটাকে কমপ্রেস করতে চান, তাহলে এই টেলিগ্রাম বট এর সাহায্যে তা খুব সহজেই আপনি করতে পারবেন।

আপনাকে বেশি কিছু করতে হবে না, টেলিগ্রাম এ গিয়ে সার্চ করুন এই ইউজার নেম দিয়েঃ @ResizeVideoBot

এরপরে স্টার্ট এ ক্লিক করে। আপনার ভিডিও আপলোড করে দিন,

কিছুটা সময় দিন দেখবেন আপনার ভিডিওকে বিভিন্ন ফরমেটে রূপান্তর করে আপনাকে পাঠিয়ে দিয়েছে।

 

তো আমাদের এই লিস্টের চতুর্থ নাম্বারে যে বট টি রয়েছে তার নাম হচ্ছেঃ Tiny URL Shortener

বন্ধুরা আপনারা যদি, আপনাদের বড় কোন Url শর্ট করতে চান তাহলে এই টেলিগ্রাম বট ব্যবহার করতে পারেন।

অনেকে আছি আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি, তারা মূলত এ ধরনের লিংক শর্টনার ব্যবহার করে থাকে।

পাশাপাশি আমরা সাধারণ মানুষ প্রায় ক্ষেত্রেই এসব লিংক শর্টনার ব্যবহার করি।

টেলিগ্রামে বট এর ইউজারনেম হচ্ছেঃ @TinyUrlShorterBot

বন্ধুরা আমাদের লিস্টের সর্বশেষে যে টেলিগ্রাম বট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম হচ্ছেঃ iPopcornbot

এই টেলিগ্রাম bot ব্যবহার করে আপনি যে কোন মুভি ডাউনলোড করতে পারবেন খুব সহজে। কোন রকমের Ad এর ঝামেলা ছাড়াই।

নিচে টেলিগ্রাম বট এর ইউজার নেম দিয়ে দিলামঃ @iPapkornFbot

সিম্পলি আপনারা যদি এই টেলিগ্রাম বটের  মধ্যে জয়েন করে যে কোন মুভির নাম লেখেন বা সিরিজের নাম লেখেন তাহলে সে তার ডাউনলোড লিংক আপনাকে পাঠিয়ে দিবে।

আপনি সেটা অন্য কোন গ্রুপের মধ্যে ফরওয়ার্ড করে, ডাউনলোড করে নিতে পারবেন।

 

তো এই ছিল আজকের পোস্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে।

দেখা হচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বায় বায়।

 

আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন নাই, তারা অবশ্যই করে নেবেন।

আমার টেলিগ্রাম