আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার?
আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং আমিও ভাল আছি।
এর আগে আমি টেলিগ্রাম বট এর উপরে আরো দুটি পোস্ট লিখেছি,
আজকে এটা আমার তৃতীয় পোস্ট হতে যাচ্ছে।
তো যারা এর আগের পোস্টটি দেখেন নাই, তারা নিচের লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন।
দেখে নিন আরো পাঁচটি টেলিগ্রাম বট যা আপনার কাজে লাগতে পারে!
৫টি টেলিগ্রাম BOT যা আপনার কাজে লাগতে পারে ।
আজকের এই পোস্টেও আমি আপনাদের সাথে পাঁচটি টেলিগ্রাম বট শেয়ার করব।
এবং আশা করি এই বট গুলো আপনাদের কাজে দিবে।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক….
১। বন্ধুরা আমি আমার এই লিস্টের সর্ব প্রথমে যে বট টি রেখেছি তার নাম হচ্ছেঃ Whats The Song Bot
এই বটে এর কাজ কি?
বন্ধুরা আমরা অনেক সময় অনেক গান শুনে থাকি, বা মিউজিক শুনে থাকি।
কিন্তু আমরা সেই গান এর নাম জানিনা। Whats The Song Bot ব্যবহার করে আমরা খুব সহজেই কোন গান শুনেই, সেটার নাম জানতে পারব।
Whats The Song Bot বটের মধ্যে জয়েন করার জন্য, এই ইউজার নেম দিয়ে সার্চ করুন @Whatsthesong_bot
এরপর স্টার্ট বাটনে ক্লিক করুন। আপনার ভাষা সিলেক্ট করে, আপনার গানটি যেখানে বাজতেছে সেখান থেকে রেকর্ড করে নিন ভয়েস মেসেজের মাধ্যমে।
এবং এইখানে পাঠিয়ে দিন, ব্যস এই বটটি আপনার হয়ে সেই গানটি খুঁজে এনে দিবে।
২। বন্ধুরা আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে রয়েছেঃ Image Improver Bot
অনেক সময় আমাদের কাছে আমাদের তোলা ব্লারি ইমেজ থাকে, বা রেজুলেশন কমের ইমেজ থাকে।
যার ফলে হয়তোবা আমরা সেই ইমেজটাকে ব্যবহার করতে পারি না।
যদিও আমাদের কাছে সেই ইমেজটার মূল্য অনেক বেশি থাকে।
তো এই সমস্যার সমাধান করতে পারে Image Improver Bot ।
Image Improver Bot এর ইউজার নেম হচ্ছেঃ @image_improver_bot
দেখুন কেমন ব্লার একটি ইমেজকে কত সুন্দর ইমেজের রূপান্তর করেছে, Image Improver Bot ।
আশা করি এটা আপনাদের কাজে দিবে।
৩। আমাদের লিস্টের তৃতীয় নাম্বারে রয়েছেঃ Text To Voice Bot
Text To Voice Bot ব্যবহার করে আপনি যেকোন Text কে Voice এ রূপান্তর করতে পারবেন।
Text To Voice Bot এর Username হচ্ছেঃ @text_to_speach_bot
৪। Icineebot
আমাদের এই লিস্টের চতুর্থ নাম্বার এ আছে Icineebot।
Icineebot ব্যবহার করে আপনি যে কোন মুভি সার্চ করতে পারবেন।
বট
সার্চ করার সাথে সাথে আপনি সেই মুভি ডাউনলোড লিংক ও পেয়ে যাবেন।
আশা করি মুভি লাভারদের জন্য এটি কাজে দিবে।
৫। আমাদের এই লিস্টের সর্বশেষে রয়েছেঃ Font Style Bot
বন্ধুরা আপনি Font Style Bot ব্যবহার করে আপনার লেখা যে কোন ফন্টকে স্টাইল করতে পারবেন।
Bot Username: @FontStylerBot
তো এই ছিল আজকের পোস্ট, আশা করি আপনাদের ভালো লেগেছে।
দেখা হচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বায় বায়।
আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করেন নাই, তারা অবশ্যই করে নেবেন।