আদাব, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোষ্ট শুরু করছি।
ধন্যবাদ ট্রিকবিডি এডমিন প্যানেল আমাকে টিউনার হিসেবে নির্বাচন করার জন্য। আসলে পোস্টটি দুইদিন আগের, টিউনার হওয়ার পর আজকে আবার করলাম।
আমরা অনেকেই অনেক বড় বড় এপস ব্যাবহার করি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু এসব এপস এর সমস্যা হলো এগুলো ছবির সাইজ একেবারে কমিয়ে দেয়। আজকে আমি আপনাদের দেখাবো জনপ্রিয় ও ছোট এপস PicsayPro এর মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর এটি দিয়ে কমার বদলে সাইজ বেড়ে যায়। আর একটি কথা বর্তমানে অনেক এপস বের হয়েছে যাদের মাধ্যমে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিন্তু এসব দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর ছবির চারপাশে খাঁজকাটা হয়ে যায় ফলে খারাপ দেখা যায়। তাই যারা ভালোভাবে এডিট করতে চান তারা ঘষে ঘষেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রিমুভ করেন। আমরা PicsayPo এর মাধ্যমে ঘষে ঘষেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রিমুভ করবো। তো চলুন শুরু করা যাক,
প্রথমে PicsayPro তে ঢুকুন, ইন্সটল করা না থাকলে গুগল থেকে লেটেস্ট ভার্সন নামিয়ে ইন্সটল করে করে নিন। ঢোকার পর Get a picture এ ক্লিক করে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করুন।
নিজে উপলব্ধি করে পোস্ট করেছি। অন্য কোনো জায়গা থেকে আমি এই বিষয়ে পোস্ট পাইনি। ধন্যবাদ, এতক্ষণ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য। কোনো সমস্যা হলে কমেন্টে জানান।