আদাব, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি।
আমরা অনেকেই ছোট স্ক্রিনের মোবাইল চালাই। কিন্তু ছোট স্ক্রিনের ফোনের বড় সমস্যা হলো দৃষ্টিগ্রাহ্যতা কম, মানে হলো একসাথে কম জিনিষ দেখতে পাওয়া।
যেহেতু রুট ইউজারগন একটু বেশি পায় তাই তারা এই সমস্যাকে দূর করতে পারবে!!
এর জন্য আমাদের build.prop এই ফাইল টা এডিট করতে হবে। যেকোনো রুট এক্সপ্লোরে এই ডিরেক্টরিতে যান device\system\build.prop . তারপর build.prop ফাইলটি যেকোন নোট এডিটর দিয়ে ওপেন করুন। তারপর চিত্রের মতো #ADDITIONAL_BUILD_PROPERTIES লেখাটি খুজে বের করুন
এই পোষ্ট সম্পূর্ণই নিজের জ্ঞান থেকে লিখছি তাই কপি-পেষ্ট বলবেন না।
ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট এ জানান।
বি:দ্র: এই কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আপনার ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হলে আমি এবং ট্রিকবিডি কোনোভাবেই দায়ী থাকব না।