আদাব, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি।

আমরা অনেকেই ছোট স্ক্রিনের মোবাইল চালাই। কিন্তু ছোট স্ক্রিনের ফোনের বড় সমস্যা হলো দৃষ্টিগ্রাহ্যতা কম, মানে হলো একসাথে কম জিনিষ দেখতে পাওয়া।
যেহেতু রুট ইউজারগন একটু বেশি পায় তাই তারা এই সমস্যাকে দূর করতে পারবে!!
এর জন্য আমাদের build.prop এই ফাইল টা এডিট করতে হবে। যেকোনো রুট এক্সপ্লোরে এই ডিরেক্টরিতে যান device\system\build.prop . তারপর build.prop ফাইলটি যেকোন নোট এডিটর দিয়ে ওপেন করুন। তারপর চিত্রের মতো #ADDITIONAL_BUILD_PROPERTIES লেখাটি খুজে বের করুনতারপর ro.sf.lcd_density=240 লেখাটি খুজে বের করুন। এখানে আপনাদের ফোনে ro.sf.lcd_density=240 লেখাটি নাও থাকতে পারে থাকলেও 240 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। যদি ro.sf.lcd_density=240 লেখাটি না থাকে তাহলে #ADDITIONAL_BUILD_PROPERTIES এর নিচে লেখাটি( ro.sf.lcd_density=240)কপি করে পেস্ট করেন। এখন 240 এর জায়গায় 150 বা 180 বা 200 লেখেন তারপর সেভ করে একটা রিবুট দেন আর মজা দেখেন। নিচে আমার Symphony W69 এর কিছু স্ক্রিনশট দিলাম।

এই পোষ্ট সম্পূর্ণই নিজের জ্ঞান থেকে লিখছি তাই কপি-পেষ্ট বলবেন না।
ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট এ জানান।
বি:দ্র: এই কাজটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করবেন। আপনার ডিভাইসটি ক্ষতিগ্রস্ত হলে আমি এবং ট্রিকবিডি কোনোভাবেই দায়ী থাকব না।

19 thoughts on "[Root Needed ] এবার ছোট স্ক্রিনে সবকিছু ছোট করে নিয়ে আসুন আর আপনার ফোনকে দিন অস্থির লুক !! রুট ইউজারগন মিস করবেন না!"

  1. limon khan Contributor says:
    unroot phone a hobe?
    1. Apurba Author Post Creator says:
      Na vai, hobe na!! Er jonno Root directorir file edit korte hoy tai unroot phone a hoy na!!
    1. Apurba Author Post Creator says:
      Thank you Vai!!
    1. Apurba Author Post Creator says:
      Thank you!!!
  2. Rohan Contributor says:
    Brick korbe na to?
    1. Apurba Author Post Creator says:
      amar kore nai!!
  3. Ahad ✅ Author says:
    ডিভাইসের স্ক্রিন সাইজ হিসাবে lcd density এর নির্দিষ্ট হিসাব আছে,উল্টাপাল্টা dpi দিলেই ব্রিক ?
    1. Apurba Author Post Creator says:
      hmmn.ejonnoi 150-200 ullekh kore disi jate problem na hoy!
  4. Rohan Contributor says:
    Dialer calculator kaj kore na
    1. Apurba Author Post Creator says:
      এটা করার পর থেকে ডায়ালার আর ক্যালকুলেটর কাজ করে না??
    2. Rohan Contributor says:
      No bro, screen ek pashe soto hoye ashe.
      Amar samsung j1
    3. Apurba Author Post Creator says:
      oo, apnar 240 er jaygay koto chilo?
  5. Ahmed Towsif Author says:
    hossa na vai p6 এ চেষ্টা করছি কাজ হচ্ছে। কোন একটা সাহায্য করুন।
    1. Apurba Author Post Creator says:
      bujhlam na vai, ektu khule bolben?
    2. Apurba Author Post Creator says:
      আপনি কি ভালোভাবে ro.sf.lcd_density=200 লিখছিলেন ?? এটা লেখার সময় স্পেস দিছিলেন কোথাও আগে বা পরে?? আর এটা এডিট করার পর সেভ করে রিবুট দিছিলেন?
  6. Shuvo Contributor says:
    অাপনার ফেইসবুক অাইডিটা দিন, একজন চাইল

Leave a Reply