Site icon Trickbd.com

[Tutorial] Img tool এবং Txd tool এর সাহায্যে এবার মোবাইল দিয়েই GTA SAN ANDREAS মোড করুন। পর্ব-৩

Unnamed

Img tool এবং Txd tool হল Gta 3/Vice city/San Andreas এর মত গেম মোড করার জন্য আদর্শ tool. আপনারা যারা আমার মত গেম মোড করে খেলতে পছন্দ করেন বা করতে চান তাদের জন্য শেয়ার করছি এন্ড্রোইডের এই দূর্দান্ত মোডিং tool দুইটি- Img tool এবং Txd tool. আগের পোস্টে বলেছিলাম এই পোস্টে Img tool এর ব্যবহার শেয়ার করব। তো চলুন শুরু করা যাক।


আমার পূর্বের পোস্ট [Tutorial] Img tool এবং Txd tool এর সাহায্যে এবার মোবাইল দিয়েই GTA SAN ANDREAS মোড করুন। পর্ব-২


Img tool এর ব্যবহার ও নতুন গাড়ি সংযুক্তি

Gta san andreas এ গাড়ি, গাছ-পালা ইত্যাদির মডেল dff ফরমেট আকারে থাকে। তো আমি আপনাদের কাছে আজ তিনটি গাড়ি শেয়ার করব ইনশা আল্লাহ। যেগুলো শুধুমাত্র Img tool ব্যবহার করেই গেমে যুক্ত করতে পারবেন।
নিচ থেকে ডাউনলোড করে নিন।


dff car 2.5 mb


কাজের ধাপ-১


ডাউনলোড করা হলে এটা extract করতে হবে কারণ আমি compressed আকারে আপলোড দিয়েছি। extract করার জন্য Zarchiver ব্যবহার করতে হবে। যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফেল্ডারে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন




কাজের ধাপ-২
Zarchiver থেকে বের হয়ে আসুন এবং Imt tool অ্যাপটি ওপেন করুন। তারপর নিচে স্ক্রিনশট ফলো করুন















কাজ শেষ Img tool থেকে বের হয়ে আসুন এবং Gta San Andreas গেম চালু করুন। নিচে মোড করা গাড়ি তিনটির স্ক্রিনশট দেখে নিন।






আগামী পর্বে Txd tool এর ব্যবহার দেখিয়ে দেব ইনশা আল্লাহ। সেই পর্যন্ত উপরের উল্লেখিত ধাপগুলো ভালভাবে বুঝে নিতে চেষ্টা করুন।


আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।