Img tool এবং Txd tool হল Gta 3/Vice city/San Andreas এর মত গেম মোড করার জন্য আদর্শ tool. আপনারা যারা আমার মত গেম মোড করে খেলতে পছন্দ করেন বা করতে চান তাদের জন্য শেয়ার করছি এন্ড্রোইডের এই দূর্দান্ত মোডিং tool দুইটি- Img tool এবং Txd tool. আগের পোস্টে বলেছিলাম এই পোস্টে Img tool এর ব্যবহার শেয়ার করব। তো চলুন শুরু করা যাক।


আমার পূর্বের পোস্ট [Tutorial] Img tool এবং Txd tool এর সাহায্যে এবার মোবাইল দিয়েই GTA SAN ANDREAS মোড করুন। পর্ব-২


Img tool এর ব্যবহার ও নতুন গাড়ি সংযুক্তি

Gta san andreas এ গাড়ি, গাছ-পালা ইত্যাদির মডেল dff ফরমেট আকারে থাকে। তো আমি আপনাদের কাছে আজ তিনটি গাড়ি শেয়ার করব ইনশা আল্লাহ। যেগুলো শুধুমাত্র Img tool ব্যবহার করেই গেমে যুক্ত করতে পারবেন।
নিচ থেকে ডাউনলোড করে নিন।


dff car 2.5 mb


কাজের ধাপ-১


ডাউনলোড করা হলে এটা extract করতে হবে কারণ আমি compressed আকারে আপলোড দিয়েছি। extract করার জন্য Zarchiver ব্যবহার করতে হবে। যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফেল্ডারে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন




কাজের ধাপ-২
Zarchiver থেকে বের হয়ে আসুন এবং Imt tool অ্যাপটি ওপেন করুন। তারপর নিচে স্ক্রিনশট ফলো করুন















কাজ শেষ Img tool থেকে বের হয়ে আসুন এবং Gta San Andreas গেম চালু করুন। নিচে মোড করা গাড়ি তিনটির স্ক্রিনশট দেখে নিন।






আগামী পর্বে Txd tool এর ব্যবহার দেখিয়ে দেব ইনশা আল্লাহ। সেই পর্যন্ত উপরের উল্লেখিত ধাপগুলো ভালভাবে বুঝে নিতে চেষ্টা করুন।


আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।

27 thoughts on "[Tutorial] Img tool এবং Txd tool এর সাহায্যে এবার মোবাইল দিয়েই GTA SAN ANDREAS মোড করুন। পর্ব-৩"

  1. Avatar photo Labib Author says:
    Nice Post ✌??
    আর এভাবে একটি একটি মোড দিতে গেলে ত অনেক সময় লাগবে। তাই একত্রে ২টি মোড বা ৩টি মোড দেয়া যায় কিনা দেখবেন।
    1. Avatar photo Anik Contributor Post Creator says:
      Img tool আর Txd tool এর কাজটা শিখিয়ে নিয়ে একবারে অনেকগুলো মোড দিব। নিজেরা করে নিবেন ✌
    2. Avatar photo Labib Author says:
      Ok ?
      আর আপনার পোষ্ট ভালোভাবে SEO করলে অন্যরাও দেখতে পারবে এবং শিখতে পারবে মোড করা।
  2. Avatar photo mdanondo Author says:
    কি করে GTA মোবাইলে খেলবো ওই পোস্ট এর লিংকটা দেন
    1. Avatar photo Anik Contributor Post Creator says:
      ট্রিকবিডিতে এটা নিয়ে অনেক পোস্ট আছে। দয়া করে দেখে নিন
  3. Avatar photo Ex Programmer Contributor says:
    হুম,ধন্যবাদ।এগুলো সংযুক্ত করলে নতুন গাড়ি তৈরি হয়ে যাবে।ভাই ফেইসবুক check করো। কিছু গুরুত্বপূর্ণ করা আছে~প্লিজ!
  4. Avatar photo Ex Programmer Contributor says:
    সরি,কথা।
  5. Avatar photo Fahad Contributor says:
    pc mod den
    1. Avatar photo Anik Contributor Post Creator says:
      আমার পিসি নাই ভাই
  6. Avatar photo Ex Programmer Contributor says:
    মুড এড করছি।কিন্তুু গাড়িই তো খুজে পাইনা?
  7. Avatar photo Durjoyfb101 Contributor says:
    Karo kase Far Cry 2 pc link ase?Thekle den
  8. Avatar photo Durjoyfb101 Contributor says:
    Karo kase Far Cry 2 pc link ase?Thekle den
  9. Avatar photo M. Ashik Contributor says:
    vai part 4 koi.. taratari den
    1. Avatar photo Anik Contributor Post Creator says:
      পার্ট ৪ লিখছি ? এখন ঘুমান। কাল পাবেন আশা করা যায়
  10. Nazmus Sakib Contributor says:
    je gari add korlam , ta game er kon jaigai paoa jabe?
    1. Avatar photo Anik Contributor Post Creator says:
      greenwoo গাড়ি cj এর বাসার সামনে পাবেন, infernus আর willard গাড়ি রাস্তায় পাবেন অন্যদের চালাতে
  11. Nazmus Sakib Contributor says:
    গাড়ি মোড কেম্নে করে?
    1. Avatar photo Anik Contributor Post Creator says:
      ২য়, ৩য় ও ৪র্থ পর্ব যদি একটু মেহেরবানি করে পড়েন তাহলে বোধহয় কিছুটা ধারণা পাবেন এই ব্যাপারে
    2. Nazmus Sakib Contributor says:
      আমি বলতেছি, গাড়ি তৈরি করে কেমনে?
    3. Avatar photo Anik Contributor Post Creator says:
      পিসি দিয়ে করতে হয়।
  12. Avatar photo Gawsul Azom Contributor says:
    Actually I was found what I’m want..
    Thanks For This Post…
    1. Avatar photo Anik Contributor Post Creator says:
      ভাইজান দয়া করে একটু ইংরেজি গ্রামারের দিকে মনযোগী হবেন। কথাটা এমন লিখলে কেমন হয় actually I have found what I wanted. কিছু মনে করবেন না প্লিজ
  13. Avatar photo Jahangirbd Contributor says:
    Add korlam kintu gari tho khuje paina
  14. Avatar photo Fazley Sabbir Contributor says:
    স্ক্রীনশট কই?
    1. Avatar photo Anik Contributor Post Creator says:
      trickbd er kono error er jonno screenshot udhao hoye geche. join our fb group GTA SA BD MODDERS to learn much more about gta sa modding

Leave a Reply