Site icon Trickbd.com

Wi-Fi এর রেঞ্জ বাড়ানোর গ্যাজেট বা Wi-Fi signal amplifier সম্পর্কে ধারনা

Unnamed

নমস্কার /আদাব, সবার সুস্থতা কামনা করে আজকের পোস্ট শুরু করছি।

আসলে অনেকদিন পোস্ট করা হয়না। তবে ট্রেইনার কম্পিটিশনে সবার আগ্রহ দেখে আমারো আগ্রহ বেড়ে গেল। তার জন্য ধন্যবাদ জানাবো ট্রিকবিডি টীম ও নিয়ন ভাইকে।

Wifi Repeater /Amplifier কি? এটা হলো একধরনের ডিভাইস যা দূর্বল ওয়াই-ফাই সিগনালকে গ্রহন করে সেটার রেঞ্জ বাড়িয়ে দেয়। ধরেন, আপনার পাশের বাসার ওয়াইফাই এর রেঞ্জ আপনার বাসায় আসে, কোনোভাবে আপনি পাসওয়ার্ড জানেন, কিন্তু রেঞ্জ কম পায় বলে আপনি সেটা ব্যাবহার করতে পারেন না। সেক্ষেত্রে আপনি একটি ওয়াইফাই রিপিটার বা ওয়াইফাই সিগনাল এমপ্লিফায়ার ওই রাউটারের সাথে কানেক্ট করে ব্যাবহার করতে পারবেন।

এক্ষেত্রে রিপিটারকে একবার কানেক্ট করে দিলে সেটি রাউটারের দূর্বল সিগনালকে গ্রহন করে একটি নতুন শক্তিশালী সিগনাল তৈরি করবে। এবং আপনি আরামসে চালাতে পারবেন। এরকম একটি ডিভাইস হলো Xiaomi Wifi Repeater 2
এর সুবিধাগুলো হলো
১. আকারে ছোট এবং দেখতে খুব সুন্দর।
২. একসাথে ১৬ টি ডিভাইস কানেক্ট হতে পারে।
৩. মোবাইলের ওটিজি, পাওয়ার ব্যাংকের বা চার্জারের ইউএসবি পোর্টে লাগিয়ে খুব সহজে ব্যাবহার করা যায়।
৪. সহজলভ্য। দাম মাত্র ৬০০-৭০০ টাকার মধ্যে।

৫. রেঞ্জ কভারেজ অনেক ভালো। অনেকদূর পর্যন্ত রেঞ্জ পায়।
৬. খুব সহজে Mi Home এপের মাধ্যমে কনফিগার করা যায়।
৭. খুব সহজে রিসেট বাটনের মাধ্যমে রিসেট করা যায়।
৮. এলইডি ইন্ডিকেটর বাল্ব।
ইত্যাদি ইত্যাদি।
এটা সম্পর্কে আরো জানতে চাইলে কমেন্টে বলুন আমি সাহায্য করার চেস্টা করবো। আর এটা কিভাবে সেটাপ করবেন। এটার সমস্যা ও সমাধান নিয়ে আগামী পর্বে পোস্ট করবো।
Exit mobile version