নমস্কার /আদাব, সবার সুস্থতা কামনা করে আজকের পোস্ট শুরু করছি।

আসলে অনেকদিন পোস্ট করা হয়না। তবে ট্রেইনার কম্পিটিশনে সবার আগ্রহ দেখে আমারো আগ্রহ বেড়ে গেল। তার জন্য ধন্যবাদ জানাবো ট্রিকবিডি টীম ও নিয়ন ভাইকে।

Wifi Repeater /Amplifier কি? এটা হলো একধরনের ডিভাইস যা দূর্বল ওয়াই-ফাই সিগনালকে গ্রহন করে সেটার রেঞ্জ বাড়িয়ে দেয়। ধরেন, আপনার পাশের বাসার ওয়াইফাই এর রেঞ্জ আপনার বাসায় আসে, কোনোভাবে আপনি পাসওয়ার্ড জানেন, কিন্তু রেঞ্জ কম পায় বলে আপনি সেটা ব্যাবহার করতে পারেন না। সেক্ষেত্রে আপনি একটি ওয়াইফাই রিপিটার বা ওয়াইফাই সিগনাল এমপ্লিফায়ার ওই রাউটারের সাথে কানেক্ট করে ব্যাবহার করতে পারবেন।

এক্ষেত্রে রিপিটারকে একবার কানেক্ট করে দিলে সেটি রাউটারের দূর্বল সিগনালকে গ্রহন করে একটি নতুন শক্তিশালী সিগনাল তৈরি করবে। এবং আপনি আরামসে চালাতে পারবেন। এরকম একটি ডিভাইস হলো Xiaomi Wifi Repeater 2
এর সুবিধাগুলো হলো
১. আকারে ছোট এবং দেখতে খুব সুন্দর।
২. একসাথে ১৬ টি ডিভাইস কানেক্ট হতে পারে।
৩. মোবাইলের ওটিজি, পাওয়ার ব্যাংকের বা চার্জারের ইউএসবি পোর্টে লাগিয়ে খুব সহজে ব্যাবহার করা যায়।
৪. সহজলভ্য। দাম মাত্র ৬০০-৭০০ টাকার মধ্যে।

৫. রেঞ্জ কভারেজ অনেক ভালো। অনেকদূর পর্যন্ত রেঞ্জ পায়।
৬. খুব সহজে Mi Home এপের মাধ্যমে কনফিগার করা যায়।
৭. খুব সহজে রিসেট বাটনের মাধ্যমে রিসেট করা যায়।
৮. এলইডি ইন্ডিকেটর বাল্ব।
ইত্যাদি ইত্যাদি।
এটা সম্পর্কে আরো জানতে চাইলে কমেন্টে বলুন আমি সাহায্য করার চেস্টা করবো। আর এটা কিভাবে সেটাপ করবেন। এটার সমস্যা ও সমাধান নিয়ে আগামী পর্বে পোস্ট করবো।

23 thoughts on "Wi-Fi এর রেঞ্জ বাড়ানোর গ্যাজেট বা Wi-Fi signal amplifier সম্পর্কে ধারনা"

  1. oni136901 Contributor says:
    মনেকরেন রাউটার আমার থেকে ৩০ মিটার দূরে।।আমি যদি রাউটার থেকে ২৫-২৮ মিটার দূরে এটা সেট করি তাহলে কি ফুল নেট পাবো?
    1. Tahseen Contributor says:
      Hm pbo
    2. Apurba Author Post Creator says:
      !?
    3. Apurba Author Post Creator says:
      আপনার কাছে যদি ওই রাউটারের সিগনাল কোনভাবে আসে তাইলেই হবে,!
    4. Apurba Author Post Creator says:
      যদি রেঞ্জ পায় তবে হবে!
    5. Apurba Author Post Creator says:
      যদি রেঞ্জ পায়, আপনার ওইখানে তাহলে হবে।
  2. Hasibur Rahman Nuhan Contributor says:
    Setup niye post korle valo hoi
    1. Apurba Author Post Creator says:
      জ্বী ভাই আজকে রাতে করার চেস্টা করবো!
    2. Apurba Author Post Creator says:
      করছি।
    1. Apurba Author Post Creator says:
      ধন্যবাদ ভাই!
  3. Abedin Contributor says:
    Vai bujlam na. Apni bujate jassen(dorun ami 20m dur theke akta wifi ar khubi kom signal passi to ami ki korbo akta repeter nia ota amar mobile ar sathe connect korbo naki jar wifi tar router ar sathe connect korbo konta ?.r arekta question holo ata ami amar sathe kore jekono jaigai nia jete parbo okhankar wifi ar speed paower jonno
    1. Apurba Author Post Creator says:
      প্রথম উঃ হ্যা, আপনি যদি রিপিটারকে রাউটারের সাথে কানেক্ট করেন তবে রিপিটার একটা নতুন নেটওয়ার্ক তৈরি করবে তখন আপনি ওই নেটওয়ার্কে মোবাইল দিয়ে কানেক্ট করতে পারবেন।
    2. Apurba Author Post Creator says:
      আর পরের প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারলাম না।
  4. CoCKroAcH Author says:
    মনে করুন আমি যে Wifi টা চালাইতে চাই ওইটা এখন আমার কাছে থেকে ২০০-২৫০মিটার দূরে। কিন্তু তখন ও রেন্জ বা Wifi এর কোন নাম বা রেন্জ পাইনা। কিন্তু এটা ব্যাবহারের ফলে কি আমি ওই ২০০-২৫০ মিটার দূর থেকে রেন্জ বা সিগ্যনাল পাবো??
    1. Apurba Author Post Creator says:
      না, যদি কোনোভাবে রেঞ্জ পায় তাহলে হবে তাছাড়া হবে না। কারন, রিপিটার রাউটারের সিগনাল গ্রহন করে নতুন সিগনাল তৈরি করে, তবে আপনি এটাকে এমন জায়গায় রাখতে পারেন যেখানে রেঞ্জ পায়, আর এই রিপিটারের নেটওয়ার্ক অনেক স্ট্রং,
    1. Apurba Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
  5. anamuljr007 Contributor says:
    দাম কত
    1. Apurba Author Post Creator says:
      আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, ৬০০-৭০০ টাকার মধ্যে।
  6. MMRFanz Contributor says:
    ব্রো কিছু মনে করবেন না। কারণ এই প্রশ্ন টা অজানা তাই জিজ্ঞাস করতেছি।

    প্রশ্ন হল রেঞ্জ টা কি? প্লীজ একটু বুঝিয়ে বলুন…..

    1. Apurba Author Post Creator says:
      জানতে চাওয়ায় কোনো লজ্জা নাই, বরং না বুঝে বোঝার ভান ধরাই লজ্জার বিষয়। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।
      রেঞ্জ (Range) হলো, কোনোকিছুর ক্ষমতা বা প্রভাব যে অঞ্চল পর্যন্ত আছে সেই অঞ্চলটুকু হলো ওই জিনিষের রেঞ্জ। ধরেন আপনার এলাকায় আপনাকে বাইরের কেউ কিছু বলতে পারবে না, এটা হলো আপনার এলাকায় আপনার ক্ষমতা, প্রভাব বা রেঞ্জ।
      রাউটার কাজ করার জন্য এক ধরনের তরঙ্গ তৈরি করে, এই তরঙ্গ যে এলাকাজুড়ে থাকে বা প্রভাব বিস্তার করে সেই এরিয়াটুকু ওই রাউটারের রেঞ্জ।
      ধরেন আপনার পাশের বাসায় রাউটার আছে যেইটার সিগনাল আপনাদের বাড়িতে আসে না কিন্তু বাড়ির সামনে আসে । তাহলে আপনাদের বাড়ির সামনের জায়গা পর্যন্ত ওই রাউটারের প্রভাব আছে, অর্থাৎ রেঞ্জ আছে।
      আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আবার বলুন।
  7. MMRFanz Contributor says:
    রেঞ্জ বলতে বুঝাচ্ছেন যেটা ওয়াইফাইয়ের যে ৪টি সিগ্ন্যাল থাকে সেটা?

Leave a Reply