হ্যলো বন্ধুরা আশকরি করি সকলেই ইনশাআল্লাহ ভালো আছেন। তো আজ আপনাদের মাজে নতুন কিছু নিয়ে হাজির হয়েছি।আমরা প্রায় সকলেই ফটোতে ডিজাইন করতে ভালোবাসি এবং ইউটিউব, ওয়েবসাইট এর লগো ডিজাইন করতে গেলে দেখাযায় আমাদের কম্পিউটার এর প্রয়োজন হয় কারন আমাদের ফোনে যে সকল ফটো ইডেটর এর সফ্টার থাকে সেখানে ২০ কি ২৫ টা স্টাইল এর ফন্ট থাকে তার ভিতর একটা কি দুইটা ফন্ট ভালোলাগে | তো মোবাইলে ফটো ইডিটর এর এক জনপ্রিয় সফটওয়্যার হলো PicsArt এখন কোন জামালা ছাড়াই আপনার PicsArt এ অনেক সুন্দর সুন্দর ফন্ট যোক্ত করে নিন। আর ফোট ডিজাইন করুন মনের মতো। বেশি কথা বলবো না আগে কিছু ফন্ট এর স্কিনসট দেখে নিন।
English
বাংলা
আচ্ছা স্কিনসট তো অনেক দেখলেন চলেন এবার zip ফাইল দুটা ডাউনলোড করেনিন।তার আগে একটা কথা বলে নেই আমি ফন্ট গুলা বাছাই করে জিপ ফাইলে কনভার্ড করেছি চাইলে আপনারাও সেই ওয়েব সাইট থেকে নিজের ইচ্ছে মতো ফন্ট ডাউনলোড করে PicArt এ এ্যড করতে পারবেন। আমি সেই প্রেসেসটাও দেখাবো ।
নিচে থেকে জিপ ফাইল দুটা ডাউনলোড করে নিন।
Download Font
⬇
1.English Font
2.Bangla Font
এবার জিপ ফাইল দুটা আনজিপ করেনিন। এবার ফাইল দুইটার মধ্যে দেখেন .TTF ফাইল এবার ফাইল গুলা কপি করেন নিন এবার স্কিনসট ফলো করেন
এবার ফোন মেমরিতে যান
এখন PicsArt নামে ফোল্ডারটা খুজে বের করেন।এবং ফোল্ডারের ভিতর প্রবেশ করেন
এখন দেখেন Fonts নামে একটা ফোল্ডার আছে। সেই ফোল্ডারের ভিতর .TTF ফাইল গুলা পেষ্ট করেন।
এখন আপনার PicsArt এ্যপটিতে যান এবং Text এ গিয়ে আপনি যে লেখাটা লিখতে চান সেটা লেখেন
এবার নিচের স্কিনসট দেখানো যায়গায় যান
এবার My Fonts এ ক্লিক করেন
তো পেয়ে গেলেন আপনার স্টাইলিশ ফন্ট গুলা
এবার আপনার লেখাকে ইচ্ছেমতো ডিজাইন করেন।
ফন্ট ডাউনলোড লিংক
যদি বোঝতে কোন প্রভলেম হয় কমেন্ট এ জানাবেন।
আর একটি কথা বলে নেই এই পোষ্টটি Muntakim ভায়ের (দেখুন যেভাবে ডকুমেন্ট তৈরি করে ফেসবুক একাউন্ট হ্যাক করবেন এবং ডিজেবল একাউন্ট ব্যাক করবেন।)
এই পোষ্টির স্কিনসট এর সাথে কিছুটা মিল আছে তার জন্য ট্রিকবিডির সকলের কাছে সরি।
মান চাইলে আমার সাইট দুটি গুরে আসতে পারেন
তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই আজ বিদায় নিচ্ছি