আসসালামু আলাইকুম
হ্যা, ঠিকই দেখেছেন নিজেই কিভাবে নিজের NID এর অনলাইন কপি বেড় করবেন সেটার বিস্তারিতই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো।
যারা ২০১৯ এ ভোটার হয়েছেন যাদের বয়স ১৮ বছর পূর্ন হয়ে গেছে তারা সবাই NID অনলাইন কপি পাবেন।
[h1] এই অনলাইন কপি দিয়ে আপনি আপনার যাবতীয় কাজ চালিয়ে যেতে পারবেন। যতদিন পর্যন্ত মেইন কার্ড হাতে না পাবেন অনলাইন কপি দিয়েই সব কাজ করা সম্ভব [/h1]
Note: এখানে নিজের ফরম নাম্বার দিয়ে নিজে কার্ড বেড় করবেন তাহলে সহজ হবে।
এবার আসি বিস্তারিতমূল কথায়ঃ
যারা ২০১৯ সালে ভোটার হয়েছেন তখন তাদের একটা ফরম/স্লিপ দেওয়া হয়েছে। সেই ফরম বা স্লিপে একটা নাম্বার আছে ৮ সংখ্যার সেই নাম্বারটি আপনার প্রয়োজন হবে।
এই লিঙ্কে যেয়ে NID নাম্বার দিয়ে রেজিঃ করে নিবেন
তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে বেড় করবেন। আমার মাধ্যমে NID বেড় করতে চাইলে আমাকে Whatsapp এ ম্যাসেজ দিন।
whatsapp Number: 01757378888
বি।দ্র। আমার মাধ্যমে অনলাইন কপি বেড় করতে চার্জ প্রজোজ্য।