Site icon Trickbd.com

নিজে নিজেই যেভাবে NID Online Copy বেড় করবেন

Unnamed

আসসালামু আলাইকুম

প্রিয় ট্রিকবিডির বন্ধুরা টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আমি আপনাদের মাঝে আজকে চৎমকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।
হ্যা, ঠিকই দেখেছেন নিজেই কিভাবে নিজের NID এর অনলাইন কপি বেড় করবেন সেটার বিস্তারিতই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো।
যারা ২০১৯ এ ভোটার হয়েছেন যাদের বয়স ১৮ বছর পূর্ন হয়ে গেছে তারা সবাই NID অনলাইন কপি পাবেন।
[h1] এই অনলাইন কপি দিয়ে আপনি আপনার যাবতীয় কাজ চালিয়ে যেতে পারবেন। যতদিন পর্যন্ত মেইন কার্ড হাতে না পাবেন অনলাইন কপি দিয়েই সব কাজ করা সম্ভব [/h1]
Note: এখানে নিজের ফরম নাম্বার দিয়ে নিজে কার্ড বেড় করবেন তাহলে সহজ হবে।

এবার আসি বিস্তারিতমূল কথায়ঃ
যারা ২০১৯ সালে ভোটার হয়েছেন তখন তাদের একটা ফরম/স্লিপ দেওয়া হয়েছে। সেই ফরম বা স্লিপে একটা নাম্বার আছে ৮ সংখ্যার সেই নাম্বারটি আপনার প্রয়োজন হবে।

স্লিপটি আপনার সামনে নিয়ে আপনি ভোটার হওয়ার সময় যে ফোন নাম্বার দিয়েছেন সেটি দিয়ে 105 নাম্বারে কল করবেন তারপর কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবেন আপনি আপনার স্লিপ নাম্বার দিয়ে NID নাম্বার নিতে চান বলবেন। তখন তারা আপনার নাম্বারে NID নাম্বার সেন্ট করবে সাথে একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কে গিয়ে NID নাম্বার আর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিঃ করে নিলেই আপনি NID অনলাইন কপিসহ ভিবিন্ন সেবা নিতে পারবেন।

এই লিঙ্কে যেয়ে NID নাম্বার দিয়ে রেজিঃ করে নিবেন

তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে বেড় করবেন। আমার মাধ্যমে NID বেড় করতে চাইলে আমাকে Whatsapp এ ম্যাসেজ দিন।
whatsapp Number: 01757378888
বি।দ্র। আমার মাধ্যমে অনলাইন কপি বেড় করতে চার্জ প্রজোজ্য।

Exit mobile version