আসসালামু আলাইকুম
প্রিয় ট্রিকবিডির বন্ধুরা টাইটেল দেখেই হয়তো বুঝে গেছেন আমি আপনাদের মাঝে আজকে চৎমকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।
হ্যা, ঠিকই দেখেছেন নিজেই কিভাবে নিজের NID এর অনলাইন কপি বেড় করবেন সেটার বিস্তারিতই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো।
যারা ২০১৯ এ ভোটার হয়েছেন যাদের বয়স ১৮ বছর পূর্ন হয়ে গেছে তারা সবাই NID অনলাইন কপি পাবেন।
[h1] এই অনলাইন কপি দিয়ে আপনি আপনার যাবতীয় কাজ চালিয়ে যেতে পারবেন। যতদিন পর্যন্ত মেইন কার্ড হাতে না পাবেন অনলাইন কপি দিয়েই সব কাজ করা সম্ভব [/h1]
Note: এখানে নিজের ফরম নাম্বার দিয়ে নিজে কার্ড বেড় করবেন তাহলে সহজ হবে।

এবার আসি বিস্তারিতমূল কথায়ঃ
যারা ২০১৯ সালে ভোটার হয়েছেন তখন তাদের একটা ফরম/স্লিপ দেওয়া হয়েছে। সেই ফরম বা স্লিপে একটা নাম্বার আছে ৮ সংখ্যার সেই নাম্বারটি আপনার প্রয়োজন হবে।
স্লিপটি আপনার সামনে নিয়ে আপনি ভোটার হওয়ার সময় যে ফোন নাম্বার দিয়েছেন সেটি দিয়ে 105 নাম্বারে কল করবেন তারপর কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলবেন আপনি আপনার স্লিপ নাম্বার দিয়ে NID নাম্বার নিতে চান বলবেন। তখন তারা আপনার নাম্বারে NID নাম্বার সেন্ট করবে সাথে একটা লিঙ্ক দিবে। সেই লিঙ্কে গিয়ে NID নাম্বার আর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিঃ করে নিলেই আপনি NID অনলাইন কপিসহ ভিবিন্ন সেবা নিতে পারবেন।

এই লিঙ্কে যেয়ে NID নাম্বার দিয়ে রেজিঃ করে নিবেন

তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন কিভাবে বেড় করবেন। আমার মাধ্যমে NID বেড় করতে চাইলে আমাকে Whatsapp এ ম্যাসেজ দিন।
whatsapp Number: 01757378888
বি।দ্র। আমার মাধ্যমে অনলাইন কপি বেড় করতে চার্জ প্রজোজ্য।

28 thoughts on "নিজে নিজেই যেভাবে NID Online Copy বেড় করবেন"

  1. Avatar photo sakhawat063 Author says:
    আরও বিস্তারিত লিখা উচিৎ ছিল। যেটা বুঝলাম শেষের লাইন দুইটি বলার জন্যই পোস্ট করেছেন।
    1. Avatar photo M Tazul IslaM Author Post Creator says:
      আর বিস্তারিত বলার কিছু নেই।
      আমি যেভাবে বলছি সেভাবে কাজ করুন ১০০% ওয়ার্কিং। আপনি অবুঝ শিশু না যে এতকিছু বলার পরেও বুঝবেন না।
  2. Avatar photo Md Al-Amin Contributor says:
    বাংলা বানানে সতর্ক থাকবেন,। শব্দটা বেড়<< < নাহ, বের√ হবে।
  3. Shahed Hasan Sumon Contributor says:
    18 bochorer age ki sim kena jabe?
  4. Avatar photo shamim jamaddar Contributor says:
    105 a call dile call received Kore na?
  5. Avatar photo Tanvirislam Contributor says:
    তিন চারদিন ধরে চেষ্টা করছি 105 কল দিচ্ছি তারা ধরছেনা
  6. Avatar photo Rakibul Islam Shakib Author says:
    Ata to ami 21 january te free online copy ber korsi & shathe amr friends der k o ber kore disi….akdom simple
  7. Avatar photo RS ABUBOKOR Contributor says:
    আমি আগেই বেড় করেছি।আমার একটা প্রশ্নের জবাব দিবেন প্লিজ।আমি যেই ইমেইল বা সিম দিয়ে অনলাইনে রেজিস্টেশন করেছি সেই ইমেইল বা নাম্বার কি পরিবর্তন করা যাবে?
    1. যাবে না
  8. Fnc+Faruk Contributor says:
    আমি ২০১৯ সালে ভোটার হয়েছি
    আমার বয়স ১৮ হয়নি আমি কি ভাবে কপি পাব
    বা কেউ কি বের করে দিতে পারবেন
  9. Avatar photo MD RONY KHAN Subscriber says:
    সবাই রিপোর্ট দিয়ে আসেন।
    টাকার কামানোর ধান্ধা শেষের 2 লাইনে বলেই দিছে আর এজন্যই মূলত পোস্ট করা।
  10. arefin5457 Contributor says:
    যাদের বয়স 18 বছর হয়নি তারা অনলাইন কপি নামাতে পারবে না এবং কোন সিম কিনতে পারবে না
  11. mhnirob Contributor says:
    খুব ভালো পোস্ট। তবে আমি শুধু ভোটার নাম্বার দিয়ে বের করে দিতে পারবো আপনার এন আইডি কার্ড। কেউ ভোটার নাম্বার দিয়ে ভোটার আইডি বের করতে চাইলে যোগাযোগ করুন আমার সাথে। হোয়াটসঅ্যাপ নাম্বার: 01745850132
  12. Avatar photo ZILLUR RAHMAN Contributor says:
    পোস্ট কারী পোস্ট এ কি বুঝাইলো বুঝলাম না, শুধু বললো 105 এ কল করে অনলাইন কপি পেয়ে যাবেন। ? গাঁজাখুরি পোস্ট।
    রেজিস্ট্রেশন করবো কিভাবে সেইটা স্কিন শর্ট দিয়ে না বুঝায় দিয়ে হুদাই শুধু পোস্ট করেন ক্যান।
    আর হ্যাঁ যারা 105 এ কল করে ব্যর্থ তারা NID এর অফিসিয়াল ফেসবুক পেজ এ মেসেজ দিয়ে বলেন যে SIR আমার NID কার্ড এর নাম্বার লাগব, তারপর আপনার ফর্ম নম্বর দিয়ে রাখবেন, তারা 1 2 দিন এর মধ্যে আপনাকে nid নাম্বার দিয়ে দিবে।
    1. Avatar photo Jibon Roy Author says:
      @Zillur vai nid er official page er link dite parben
  13. Avatar photo Sharif Muktagasa Contributor says:
    মেয়াদ উত্তীর্ণ গাজা খাও মিয়া
  14. Avatar photo ZILLUR RAHMAN Contributor says:
    @Jibon ভাই দুঃখিত ফেসবুক পেজে তারা তাদের মেসেজ অপশন অফ রেখেছে তাই সে পদ্ধতিতে আর হইবে না। আপনি পারলে মেসেজ এর মাধ্যমে আপনার nid পেতে পারেন, তার জন্যে আপনাকে SC space F space 8 digit Form number space D space Birthday. Birthday দেওয়ার নিয়ম হলো ৪ সংখ্যার জন্মসাল ড্যাস ২ সংখ্যার জন্ম মাস ড্যাস ২ সংখ্যার দিন। বুঝতে না পারলে ফেসবুকে নক দিয়েন।
    1. Avatar photo Arfat Edward Contributor says:
      Koi dinet bitor pabo?
    2. ভাই,আপনার ফেইসবুক আইডির লিংকটা দিন ত
  15. Avatar photo Shahadot Hossain Contributor says:
    তবে, টেলিটক নাম্বার থেকে ১০৫ কল করলে ওরা অনেক সময় রিসিভ করে। আমি এভাবে দুইটি আইডি নাম্বার নিয়েছিলাম যা দিয়ে এখন ঐ দুজন সিম কার্ড কিনতে পারছে। ১০৫ এ কল দেয়ার সময় অবশ্যই জন্ম নিবন্ধন ও স্লিপটি সঙ্গে রাখতে হবে।
  16. Avatar photo kkrinf Author says:
    যারা আইডি নম্বর নিতে চান তারা ০১৬১৩২৫১০৭৫ এই নম্বরে ফরম নম্বর দিয়ে এস,এম,এস করে ৫ মিনিট পরে কল দিয়ে আইডি নম্বরটি নিতে পারবেন, তবে অবশ্যই অফিস টাইমে,
  17. Avatar photo Mahid123 Contributor says:
    Vai sim kena jabe nid number diye?
    1. Avatar photo M Tazul IslaM Author Post Creator says:
      হ্যা ভাই

Leave a Reply