আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক এবার পোস্টের কথায় আসতে চাই ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আবার অনেকেই হয়তো বিষয়টি বুঝতে পারেন নি । তো যারা বুঝতে পারেন নি তারা সম্পূণ পোস্টটি পড়ুন । আশা করি বুঝতে পারবেন । আর তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন ।
আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে ওপেরা মিনির সাহায্যে ওয়েব সাইট ডিজাইনের কালার কোড পাবেন ।কালার কোড সিস্টেমটির সুবিধা :-
কালার কোড সিস্টেমটির অনেক সুবিধা রয়েছে । আমাদের মধ্যে অনেকেই আছে যারা ওয়াপকিজ সাইট ও ওয়েব সাইট ডিজাইন করতে চাই । সাইটকে রঙিন এবং আকষণীয় করতে চাই । কিন্তু অনেকে রঙের ইংরেজি নাম বা তাদের মনের মতো রঙ খুজে পায় না । যেমন আমি মনে করলাম মেঘের মতো রঙিন করব । তাহলে মনে হতে পারে মেঘের রঙ কিরুপ বা তার রঙটির ইংরেজিই বা কি ? তাই তারা ডিজাইন করতে পারে না । আর যদি কেউ রঙ দেখতে পারে এবং সেই রঙের কোড সহজেই জানতে পারে তবে সাইট ডিজাইন করতে সুবিধা হয় । তাই আমি তাদের কথা চিন্তা করে আজকে এই পোস্টটি লিখলাম । তো চলুন শিখে নেওয়া যাক ওপেরা মিনির সাহায্যে রঙের কোড পাওয়ার ট্রিকটি ।
ওপেরা মিনির কালার কোড পাওয়ার সিস্টেম চালু করার উপায় :-
প্রথমে ওপেরা মিনিতে প্রবেশ করুন ।তারপর মেনু বাটনে ক্লিক করুন । তারপর টুলস অপশনে ক্লিক করুন । তারপর সেটিংস অপশনে ক্লিক করুন । তারপর টেক্সট অপশনে ক্লিক করুন । যেমনটি নিচের ছবিতে দেখিয়েছি ।
তারপর নিচের ছবির মতো “color” অপশনে টিক চিহ্ন দিন । তারপর ওকে করে দিন ।
এখন যেখানে লিখতে হয় [লেখার যে কোন জায়গাতে থাকবে] সেখানে ক্লিক করলে মেনু অপশনে “color” অপশনটি পাবেন । এখানে ক্লিক করলে একটি বোড আসবে । যেমনটি নিচের ছবিতে দেখিয়েছি ।
এখন তিনটি রঙ [লাল,সবুজ,নিল] যোগ করে একটি রঙ গঠন করতে পারেন । যেমন আমি সবুজ এবং নিল যোগ করে আকাশি রং বানিয়েছি ।
আপনারা নিজের মতো করে রঙ বানাবেন । তারপর ওকে করবেন । তাহলে কোড পেয়ে যাবেন । যেমন আমার আকাশি রঙের কোড হলো –
তো শিখে গেলেন রঙের কোড পাওয়ার সিস্টেমটি ।
আমার ফেসবুক গ্রুপ ।