Google Drive কি?
Google Drive হলো গুগলের Cloud Storage যেখানে আপনারা আপনাদের যেকোন ফাইল(e.g. images, videos, documents, apps) সংরক্ষণ করে রাখতে পারেন এবং যেকারো সাথে খুব সহজেই ঐ ফাইল লিংকের মাধ্যমে শেয়ার করতে পারেন।
কিন্তু গুগল মামা আমাদেরকে তাদের Drive এ ফ্রিতে শুধুমাত্র ১৫ জিবি রাখতে দেয়। এর বেশি স্টোরেজ ব্যাবহার করতে হলে আমাদেরকে সেটা কিনে নিতে হয়।
কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একদম ফ্রিতেই আনলিমিটেড স্টোরেজ নিবেন ?
যেভাবে গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ নিবেন
- প্রথমেই চলে যান এই লিংকে=> https://td.msgsuite.workers.dev/
- তারপর আমার মতো নাম প্রথমে ড্রাইভের নাম দিন, আপনি যেকোন নাম দিতে পারেন আমি যেহেতু টেস্ট করেছিলাম তাই Test Drive নাম দিয়েছি
- তারপর আপনার ইমেইল দিন এবং চাইলে যেকোন ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন অথবা random দিয়ে দিতে পারেন
আমি High Tech High সিলেক্ট করেছি - তারপর জাস্ট Captcha verify করে নেন এবং Create বাটনে ক্লিক করলে সাথে সাথে দেখতে পারবেন My Shared Drives এ আপনার এই ড্রাইভটা তৈরি হয়ে গেছে
তো দেখেন আমার Drive তৈরি হয়ে গেছে । আপনারগুলো চেক করা জন্য এই লিংকে চলে যান=>https://drive.google.com/drive/u/0/shared-drives
এবার আমি চাইলে এই Test Drive এ আনলিমিটেড ফাইল আপলোড দিতে পারবো ?
[বিঃ দ্রঃ] এটা Shared Drive তাই Drive এর মালিক চাইলে ডাটা এক্সেস করতে পারবে তাই আমি সাজেস্ট করবো আপনাদের কোন Sensitive Data/files না রাখার জন্য । সবার সাথে শেয়ার করা যায় এমন ফাইলগুলাই রাখবেন
এরকম আরো কয়েকটা সাইটের লিংক…
যদি উপরের সাইটটা কখনো বন্ধ হয়ে যায় এগুলো থেকে নিতে পারবেনঃ
https://teamdrive.xcpx.workers.dev
https://teamdrive.mfoxx.workers.dev
নিয়ে নিন এরকম আরো কিছু প্রিমিয়াম জিনিসঃ
- নিয়ে নিন Netflix Premium Cookies আর ফ্রিতেই দেখুন নেটফ্লিক্সের সব মুভি-ওয়েব সিরিজ (Only for PC Users ?)
-
নিয়ে নিন আনলিমিটেড Hoichoi Premium Account আর ফ্রীতেই দেখুন বাংলা হিন্দি সিনেমা-ওয়েব সিরিজ
আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন