Google Drive কি?

Google Drive হলো গুগলের Cloud Storage যেখানে আপনারা আপনাদের যেকোন ফাইল(e.g. images, videos, documents, apps) সংরক্ষণ করে রাখতে পারেন এবং যেকারো সাথে খুব সহজেই ঐ ফাইল লিংকের মাধ্যমে শেয়ার করতে পারেন।

কিন্তু গুগল মামা আমাদেরকে তাদের Drive এ ফ্রিতে শুধুমাত্র ১৫ জিবি রাখতে দেয়। এর বেশি স্টোরেজ ব্যাবহার করতে হলে আমাদেরকে সেটা কিনে নিতে হয়।

কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একদম ফ্রিতেই আনলিমিটেড স্টোরেজ নিবেন ?

যেভাবে গুগল ড্রাইভে আনলিমিটেড স্টোরেজ নিবেন

  1. প্রথমেই চলে যান এই লিংকে=> https://td.msgsuite.workers.dev/
  2. তারপর আমার মতো নাম প্রথমে ড্রাইভের নাম দিন, আপনি যেকোন নাম দিতে পারেন আমি যেহেতু টেস্ট করেছিলাম তাই Test Drive নাম দিয়েছি
  3. তারপর আপনার ইমেইল দিন এবং চাইলে যেকোন ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন অথবা random দিয়ে দিতে পারেন
    আমি High Tech High সিলেক্ট করেছি
  4. তারপর জাস্ট Captcha verify করে নেন এবং Create বাটনে ক্লিক করলে সাথে সাথে দেখতে পারবেন My Shared Drives এ আপনার এই ড্রাইভটা তৈরি হয়ে গেছে

তো দেখেন আমার Drive তৈরি হয়ে গেছে । আপনারগুলো চেক করা জন্য এই লিংকে চলে যান=>https://drive.google.com/drive/u/0/shared-drives

এবার আমি চাইলে এই Test Drive এ আনলিমিটেড ফাইল আপলোড দিতে পারবো ?

[বিঃ দ্রঃ] এটা Shared Drive তাই Drive এর মালিক চাইলে ডাটা এক্সেস করতে পারবে তাই আমি সাজেস্ট করবো আপনাদের কোন Sensitive Data/files না রাখার জন্য । সবার সাথে শেয়ার করা যায় এমন ফাইলগুলাই রাখবেন

এরকম আরো কয়েকটা সাইটের লিংক…

যদি উপরের সাইটটা কখনো বন্ধ হয়ে যায় এগুলো থেকে নিতে পারবেনঃ

https://td.fastio.me

https://gd.404edu.workers.dev

https://gd.zxd.workers.dev

https://gd.404edu.workers.dev

https://teamdrive.xcpx.workers.dev

https://gdrive.zppcw.cn

https://teamdrive.mfoxx.workers.dev

পোস্টটি প্রথম প্রকাশিত হয় TechHelpBD.Com  ওয়েবসাইটে 

নিয়ে নিন এরকম আরো কিছু প্রিমিয়াম জিনিসঃ

আশাকরি আজকের টপিকটি আপনাদের কাছে ভাল লেগেছে। কোন অংশ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের Telegram Group এ মেসেজ দিতে পারেন

15 thoughts on "নিয়ে নিন Unlimited Google Drive Storage একদম ফ্রিতেই আর যত খুশি তত ফাইল রাখুন ?"

  1. Nafis Fuad Contributor says:
    Ai shared drive niye to trickbd te onk post ace tao onk valo likh sen
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Thanks bro ?
  2. Md Sahariaj Hosen Author says:
    Agula ki life time takbe ?
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      হুম, আমি অনেক আগে একটা করেছিলাম ২০১৯ এর দিকে এখনো আছে ঐটা
    2. Emrus Legend Author says:
      মোটেও না।
      যেকোনো সময় অফ হয়ে যাবে।
      কোনো একটা অর্গানাইজেশন থেকে দেয় এগুলো।
      ওরা বন্ধ করে দেবে।
      না হয় মেয়াদ শেষ হলে অটো অফ হবে।
      তাই গ্যারান্টি নেই।
      গুরুত্বপূর্ণ কিছু রাখবেন না
    3. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Thanks for info ?
  3. Masud Contributor says:
    উপকার হলো, ধন্যবাদ ভাই চালিয়ে যান।
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      My pleasure ?
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Welcome bro ?
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      Thank you sir ?
  4. abirh104 Contributor says:
    শেয়ার্ড ড্রাইভের মালিক কি আমার পার্সোনাল ড্রাইভের ডাটা অ্যাক্সেস করতে পারবে?
    1. Kazi Mahbubur Rahman Author Post Creator says:
      এটা Shared Drive তাই Drive এর মালিক চাইলে ডাটা এক্সেস করতে পারবে তাই আমি সাজেস্ট করবো আপনাদের কোন Sensitive Data/files না রাখার জন্য । সবার সাথে শেয়ার করা যায় এমন ফাইলগুলাই রাখবেন
  5. Junayed.hasan Contributor says:
    Mega or terrabox is the best solution.

Leave a Reply