Site icon Trickbd.com

বেস্ট কল মেসেজ বম্বিং আ্যাপ, Best call and messages & sms bombings App

আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অনেক চেনা জানাএবং মারাত্মক একটি টুপিক শেয়ার করব যেটা বর্তমানে অনেক ওয়ার্কিং।

 

এবং আমরা কিছুদিন আগে বানিয়ে আজকে পাবলিশ করছি, আপনারা অনেকেই এটা সমন্বে রিকুয়েষ্ট করছিলেন। 

 

এটার মাধ্যমে আপনারা একদম পাওয়ারফুল ভাবে কল বম্বিং এবং মেসেজ করতে পারবেন।

 

তো এই অ্যাপ ব্যবহারের আগে আপনাদের একটি একাউন্ট তৈরি করতে হবে, একাউন্ট তৈরি করার সময় প্রথমে আপনার নাম, তারপর আপনার ইমেইল এড্রেস, তারপর আপনার যেকোনো পাসওয়ার্ড দেন ৬ থেকে ৮ ডিজিটাল পাসওয়ার্ড ব্যবহার করবেন।

তারপর সাইনআপ করে একাউন্ট লগইন করে নেবেন। এরপর অ্যাপ এর হোম স্ক্রিন আসবে।

এখান থেকে আপনারা চাইলে ইমেল স্ফুফিং ও করতে পারেন।

 

এবং তারপর আপনারা এসএমএস বুম্বিং করতে চাইলে এসএমএস অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা নিচেরর মতো অপশন দেখতে পারবেন।

 

আপনি যার নম্বরে পাঠাতে চান এসএমএস নাম্বার অপশনে তার নাম্বার ইনপুট করবেন এবং দেখুন।

 

আমি এখানে মাত্র পাঁচটি দিয়েছেন এখানে কতগুলো মেসেজ চলে এসেছে এখন আপনারা কল বম্বিং করার জন্য হোম স্ক্রিনে আসবেন তারপর কল অপশনে ক্লিক করবেন এরপর আপনি যার নাম্বারে কল বম্বিং করতে চান।

 

তার নাম্বার বসিয়ে দিয়ে সেন্ড করবেন এরপর তার ফোনে বারবার কল গুলো যেতেই থাকবে।

 

দেখুন, একবার কল বম্বিং করার পর, আমার ফোনে কল আসা শুরু করছে। ভিক্টিম নম্বর ব্লক করলে, তারপর ও কল আসবে।

 

খেয়াল করুনঃ অন্যায় ভাবে কাউকে বিরক্ত করে,,কোনো আইনী সমস্যায় পরলে, আমি বা ট্রিকবিডি দায়ী থাকবো না।

বম্বিং আ্যাপ টি ডাউনলোড করতে ক্লিক করুন।

অথবা যেকোন সমস্যা আমার সাথে যোগাযোগ করতে,  ক্লিক করুন

 

Exit mobile version