Site icon Trickbd.com

TrickBD রেজিস্ট্রেশন সিস্টেম পুনরায় চালু করা হোক। এছাড়াও আডমিনদের কাছে কিছু অনুরধ! সবাই মতামত দিন।

Unnamed

সমস্যা ১-

রেজিস্ট্রেশন বন্ধ!

বর্তমানে বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক সব বড় প্লাটফর্ম TrickBD

আর এই সাইটেই নাকি রেজিস্ট্রেশন সিস্টেম অফ! আপনারাই বলেন বিষয়টা কেমন লাগে!

হতে পারে সিস্টেম টা অফ রাখার পিছনে কোন কারন রয়েছে তাই আডমিনরা অফ করে রাখছেন।

কিন্তু এর কারনে সাধারণ ব্যবহার কারীরা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা ট্রিকবিডিতে স্ক্রিনশট সহ লিখে পোস্ট করি তার পরেও অনেকে সম্পুর্ন পোস্ট বুঝতে পারে না।

তখন তারা কমেন্টের মাধ্যমে বিষয়গুলো সমাধান করে নেন। কিন্তু ব্যবহারকারীরা যদি এখন নতুন আকাউন্ট তৈরি করতে না পারেন তবে তারা কিভাবে কমেন্টে তাদের সমস্যা গুলো জানাবে?

আর পোস্টে বেশি কমেন্ট না হবার কারনে টিউনাররাও তাদের পোস্ট করার আগ্রহ হারিয়ে ফেলেন!

কথা গুলো আমি নিজের সার্থের জন্য বলছি না, ট্রিকবিডিতে আমার আগে থেকেই ৩ টা আইডি রয়েছে আর সেগুলা ১৪/১৫ সালের খোলা!

ট্রিকবিডির মান উন্নয়ন ও ভিজিটরদের সুবিধার কারনেই বলছি আমি।

তাই কতৃপক্ষের নিকট আমার অনুরধ সকলের সুবিধার্থে রেজিস্ট্রেশন সিস্টেম পুনরাই চালু করা হোক বা রেজিস্ট্রেশন ছাড়াই যেন কমেন্ট করা যায় সে ব্যবস্থা করা হোক।


সমস্যা ২ –

অ্যাপ ডাউনলোড করিয়ে টাকা আয়!

ট্রিকবিডির নীতিমালায় দেয়া রয়েছে –
এপ ডাওনলোড করিয়ে টাকা আয়ের উদ্দেশ্যে কাউকে পোষ্ট করতে দেখলে ট্রেইনার পদ বাতিল করা হবে।


এই বিষয়টা আমার মাথায় আসে না এখানে সমস্যা কোথায়? বাংলায় স্ক্রিনশট সহ গুছিয়ে একটা পোস্ট করতে কত সময় লাগে সকলেই তা ভাল ভাবে জানেন।

এত সময় নষ্ট করে টিউনারগন এখানে পোস্ট করে যাচ্ছেন। বিনিময়ে তারা কোন প্রকার অর্থ বা সুযোগ সুবিধা পায় না। আর পেতেও চাচ্ছি না?।

তো ট্রিকবিডিতে কোন অ্যাপ রিভিউ দিলে প্লে স্টোর লিংক ছাড়াও কোন ফাইল শেয়ারিং সাইটের লিংক দেয়া হয় এতে সমস্যা কোথায়?

এছাড়াও রুট অ্যাপ গুলা প্লে স্টোরে থাকে না সেক্ষেত্রে যদি আমরা এক্সটারনাল সাইটের ডাউনলোড লিংক দেয়?

এতে করে টিউনাররা যদি তাদের নেট খরচটা অন্তন যোগাতে পারে তবে সমস্যা কি?

এই নেট তো টিউনারগন ফ্রি নেট বের করা ও অন্যান্য টিপস বের করার কাজেই ব্যবহার করেন।

সমস্যা ৩ –

কমেন্টে খারাপ ভাষা ব্যবহার!

কিছু কন্ট্রিবিউটর আছেন যারা প্রায় সকলের পোস্টেয় বাজে কমেন্ট করে। এটা একটা খুবিই খারাপ বিষয়।

পোসটা যদি মানসম্মত না হয় তবে কি করলে ভাল হবে সে সম্পর্কে পরামর্শ দিতে পারেন কমেন্টে। আশা করা যায় আপনাদের পরামর্শ সকলে মেনে চলবে। কারন আপনাদের উদ্দেশেই আমরা পোস্ট গুলো করি।


এখানে খারাপ ভাষা ব্যবহারের কোন প্রয়োজন আমি মনে করি না । আর পোস্ট টা যদি আপনি কোন ভাবেই নিতে না পারেন তবে নিচ থেকে রিপোর্ট অপশন এ ক্লিক করুন।

এবার সেখানে সব কিছু বিস্তারিত লিখে রিপোর্ট করুন। আডমিনরা অবশ্যই আপনার রিপোর্ট গুলা দেখবেন। তাই আশা করি পরবর্তীতে আর কেউ বাজে কমেন্ট করবেন না ।

পোস্টটি কাউকে কষ্ট দেবার উদ্দেশ্যে করি নাই। কথা গুলো সকলের উদ্দেশেই বললাম। আশা করি সকলেই মেনে চলবেন। আর এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।

আর আডমিন প্যানেলের কাছে আমার একটাই অনুরধ বিষয়গুলা আপনারা বিবেচনা করে দেখবেন।