সমস্যা ১-
রেজিস্ট্রেশন বন্ধ!বর্তমানে বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক সব বড় প্লাটফর্ম TrickBD ।
আর এই সাইটেই নাকি রেজিস্ট্রেশন সিস্টেম অফ! আপনারাই বলেন বিষয়টা কেমন লাগে!
হতে পারে সিস্টেম টা অফ রাখার পিছনে কোন কারন রয়েছে তাই আডমিনরা অফ করে রাখছেন।
কিন্তু এর কারনে সাধারণ ব্যবহার কারীরা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা ট্রিকবিডিতে স্ক্রিনশট সহ লিখে পোস্ট করি তার পরেও অনেকে সম্পুর্ন পোস্ট বুঝতে পারে না।
তখন তারা কমেন্টের মাধ্যমে বিষয়গুলো সমাধান করে নেন। কিন্তু ব্যবহারকারীরা যদি এখন নতুন আকাউন্ট তৈরি করতে না পারেন তবে তারা কিভাবে কমেন্টে তাদের সমস্যা গুলো জানাবে?
আর পোস্টে বেশি কমেন্ট না হবার কারনে টিউনাররাও তাদের পোস্ট করার আগ্রহ হারিয়ে ফেলেন!
কথা গুলো আমি নিজের সার্থের জন্য বলছি না, ট্রিকবিডিতে আমার আগে থেকেই ৩ টা আইডি রয়েছে আর সেগুলা ১৪/১৫ সালের খোলা!
ট্রিকবিডির মান উন্নয়ন ও ভিজিটরদের সুবিধার কারনেই বলছি আমি।
তাই কতৃপক্ষের নিকট আমার অনুরধ সকলের সুবিধার্থে রেজিস্ট্রেশন সিস্টেম পুনরাই চালু করা হোক বা রেজিস্ট্রেশন ছাড়াই যেন কমেন্ট করা যায় সে ব্যবস্থা করা হোক।
সমস্যা ২ –
অ্যাপ ডাউনলোড করিয়ে টাকা আয়!ট্রিকবিডির নীতিমালায় দেয়া রয়েছে –
এপ ডাওনলোড করিয়ে টাকা আয়ের উদ্দেশ্যে কাউকে পোষ্ট করতে দেখলে ট্রেইনার পদ বাতিল করা হবে।
এই বিষয়টা আমার মাথায় আসে না এখানে সমস্যা কোথায়? বাংলায় স্ক্রিনশট সহ গুছিয়ে একটা পোস্ট করতে কত সময় লাগে সকলেই তা ভাল ভাবে জানেন।
এত সময় নষ্ট করে টিউনারগন এখানে পোস্ট করে যাচ্ছেন। বিনিময়ে তারা কোন প্রকার অর্থ বা সুযোগ সুবিধা পায় না। আর পেতেও চাচ্ছি না?।
তো ট্রিকবিডিতে কোন অ্যাপ রিভিউ দিলে প্লে স্টোর লিংক ছাড়াও কোন ফাইল শেয়ারিং সাইটের লিংক দেয়া হয় এতে সমস্যা কোথায়?
এছাড়াও রুট অ্যাপ গুলা প্লে স্টোরে থাকে না সেক্ষেত্রে যদি আমরা এক্সটারনাল সাইটের ডাউনলোড লিংক দেয়?
এতে করে টিউনাররা যদি তাদের নেট খরচটা অন্তন যোগাতে পারে তবে সমস্যা কি?
এই নেট তো টিউনারগন ফ্রি নেট বের করা ও অন্যান্য টিপস বের করার কাজেই ব্যবহার করেন।
সমস্যা ৩ –
কমেন্টে খারাপ ভাষা ব্যবহার!কিছু কন্ট্রিবিউটর আছেন যারা প্রায় সকলের পোস্টেয় বাজে কমেন্ট করে। এটা একটা খুবিই খারাপ বিষয়।
পোসটা যদি মানসম্মত না হয় তবে কি করলে ভাল হবে সে সম্পর্কে পরামর্শ দিতে পারেন কমেন্টে। আশা করা যায় আপনাদের পরামর্শ সকলে মেনে চলবে। কারন আপনাদের উদ্দেশেই আমরা পোস্ট গুলো করি।
এখানে খারাপ ভাষা ব্যবহারের কোন প্রয়োজন আমি মনে করি না । আর পোস্ট টা যদি আপনি কোন ভাবেই নিতে না পারেন তবে নিচ থেকে রিপোর্ট অপশন এ ক্লিক করুন।
এবার সেখানে সব কিছু বিস্তারিত লিখে রিপোর্ট করুন। আডমিনরা অবশ্যই আপনার রিপোর্ট গুলা দেখবেন। তাই আশা করি পরবর্তীতে আর কেউ বাজে কমেন্ট করবেন না ।
পোস্টটি কাউকে কষ্ট দেবার উদ্দেশ্যে করি নাই। কথা গুলো সকলের উদ্দেশেই বললাম। আশা করি সকলেই মেনে চলবেন। আর এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।
আর আডমিন প্যানেলের কাছে আমার একটাই অনুরধ বিষয়গুলা আপনারা বিবেচনা করে দেখবেন।
#mahbub
jeta sobceye boro problem.
…tuner ra kajer post na kore abal marka post kore..taile to galagali hobei….
ar.. onek tuner.. taka lav er uddese normal app jegula google or app dl si,te e paoa jay
segulao up4ever,other server s,ite e up dei…..egula tader problem
অন্যদের ও তো কমেন্ট করার অধিকার আছে ?
রানা ভাই,স্বাধীন ভাই,,,আমি দুঃখিত এইরকম বলার জন্য,,,,কারন আমি যেটা বলেছি আপনাদের মত আমার বিপরীত ও হতে পারে,,,কিন্তু আমি বলছি এই জন্য যে পোস্টএ বলেছে আপনাদের মতামত দিন তাই আমি আমার নিজের ভাব প্রকাশ করলাম,,,,
আব্দুস সালাম ভাই আপনার কাছেও মাফ চাচ্ছি আপনার মতামতের সাথে না থাকতে পারার জন্য,,,,,
আপনার মত ভিন্ন হতেই পারে!! এটা সাভাবিক বিষয় কিছু মনে করি নাই আমি।
তবে Unregistered দের কমেন্ট সুবিধা না দেওয়াই ভালো তাতে Spam কমেন্ট আর বাংলা ব্যাকরণের মাত্রাতিরক্ত ভাষা ব্যাবহার হওয়ার সম্ভবনা রয়ে যায়। আর Notification System টাও ঝামেলায় পরবে
@YCS না এই সাধিনতা টিউনার দের দেওয়া যাবেনা আপনি একটা ট্রিক দিলেন একজন বলল কাজ করে না, আপনি সাথে সাথে কমেন্ট ডিলিট করলেন কেমন হলো ব্যাপারটা?
উত্তরঃ আমরা জানি না!
–> আমার এই অনুরোড হলো যে, তাঁরা আমাদের রিকোয়েস্ট যেন দেখে এবং মানসম্মত হলে “এখোর” করেন <–
**আর রেজিষ্টেশনের সিষ্টেমটা চালু করে দেয়াটাই মনে হলো ভালো, কারণ, অনেক ভিজিটরা চান যে, তাদের সমস্যার কথাটা সবাই জানুক এবং তাদের কে সহায্য করুক**
you are right
【L】【a】【b】【i】【b】
It was my mistake of writing.
Sorry!
সমাধান করা হোক।
অাশাা করি সমাধান হবে।
Thanks a lot
আমি একমত আপনার সাথে।
vy
★ I want to be a author. Please Rana brother help me to become a author. I will try my best to give some new on trickb.. I promise★