Site icon Trickbd.com

[নোটিস][নতুন সিরিজ] ট্রিকবিডির সকল সদস্য- অথর/ট্রেইনারদের উদ্দেশ্যে কিছু কথা + আসছে নতুন সিরিজ

Unnamed

সকল ভিজিটর এবং ট্রিকবিডি মেম্বারগণ , আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
.

ট্রিকবিডির সাথে যেহেতু আছেন তাহলে নিশ্চই ভালোই আছেন, কারণ ট্রিকবিডির সকল মেম্বার প্রতিনিয়ত আপনাদের জীবনকে সহজতর করতে নিয়ে আসছে নানা ট্রিকস এবং টিপস. সকল মেম্বার নিয়োজিত রয়েছেন ট্রিকবিডির জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধ করতে, তারা প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাচ্ছে ট্রিকবিডির সংগ্রহ ভান্ডারকে…
.

এর সবই শুধু আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে, এতে সত্যি কি অথরদের/ট্রেইনারদের স্বার্থ রয়েছে??
.

অনেক বড় ভাই বলবেন এর জন্য তো আমরা অর্থ নেই, কিন্তু সত্যি বলতে কি তাই???
.

আজ অনেক ভেঙেচুরেই বলব। পোস্টটাও একটু বড় হবে। আমি চাই আপনারা ধৈর্য্য সহকারে পড়বেন। সবাই!
.

##..সেই সকল বড় ভাইদের উদ্দেশ্যে বলে রাখি, আমরা যারা ট্রিকবিডির মেম্বার রয়েছি তারা ট্রিকবিডিকে ভালোবাসি বলে নিয়মিত পোস্ট করে যাই, আর যদি টাকার কথাই বলেন তাহলে বলব আমাদের পোস্ট করতে যে পরিমান কষ্ট ,সময় এবং অর্থ ব্যায় হয় তার কাছে একয়টা টাকা কিছুই না,সত্যি বলতে এমবি খরচই আসেনা, এ প্রসঙ্গে আমি পরে কথা বলব!
.

##….সত্যিকার অর্থে আমার ট্রিকবিডিতে পোস্ট করি ট্রিকবিডির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে, কারন আমার ট্রিকবিডির কাছে কৃতজ্ঞ,
.

আমার নিজের অভিঙ্গতা থেকেই যদি বলি, তাহলে বলব , অনলাইন বিষয়ে ট্রিকবিডিতেই আমার হাতে খরি… ট্রিকবিডি থেকেই আমি অনলাইন সম্পর্কে প্রাথমিক জ্ঞান পেয়েছি,
.

##..কিন্তু বর্তমানে চিত্র ভিন্ন, ট্রিকবিডি আর আগের মত নেই, ট্রিকবিডির জ্ঞান এবং তথ্য ভান্ডার এখন বিশাল…এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে…
এখন শুধু প্রাথমিক স্তরের জ্ঞান নয়, সকল স্তরের জ্ঞানের ভান্ডার এখন ট্রিকবিডি. আমার মনে হয় ট্রিকবিডিতে যে পরিমান তথ্য রয়েছে তা যে কোন ভিজিটরের প্রয়োজন অনেকাংশে পূরন করতে সক্ষম….
.

ট্রিকবডিতে ক্ষুদে অথরদের পাশাপাশি রয়েছে অনেক অভিজ্ঞ অথর.
হাজার অথরের অংশগ্রহনের রুপ আজকের ট্রিকবিডি,

.

তবে বর্তমান অথরদের একটু অনুরোধ করতে চাই, পোস্ট করার সময় একটু মনোযোগ দিন, আপনার পোস্ট এর বিষয় হতে পারে অনেক সুন্দর বা আকর্ষনীয় কিন্তু সত্যি কি আপনি সেটাকে যথাযথ ভাবে সকলের সামনে উপস্থাপন করছেন??
.

##..আমি প্রায়ই পোস্ট করার আগে আমাদের ট্রিকবিডির শ্রদ্ধেয় রিয়াদরক্স বড় ভাইয়ের পোস্ট দেখি এবং ফলো করার চেষ্টা করি, ( পুরাতন অথররা চিনবেন) রিয়াদ ভাইয়ের একটা পোস্ট ছিল এসইও নিয়ে…সেখানে তিনি এসইও বিষয়ে অনেক গ্রুরুত্বপূর্ণ কথা বলেছেন, পোস্টটি ফলো করে ট্রিকবিডিতে আপনার পোস্ট সিও এবং যথাযথ ভাবে উপস্থাপন করা সম্ভব বলে আমি মনে করি, সকল নতুন অথর ভাইদের ওনার পোস্টটি একবার দেখার অনুরোধ করব,,
.

এখানে উল্লেখ্য যে আজ ট্রিকবিডি নোটিস ক্যাটাগরি এর পোস্ট গুলো দেখতে গিয়ে দেখলাম একটা পোস্ট বিকাশ এপ নিয়ে করা হয়েছে যেটা কোনভাবেই ট্রিকবিডি ক্যাটাগরির আওতায় পরে না..পরে পোস্টটি ভালো করে দেখলাম যে পোস্ট ক্রিয়েটর শুধু ট্রিকবিডি নোটিস ক্যাটাগরিতে পোস্ট করেননি , ট্রিকবিডিতে যতগুলো ক্যাটাগরি আছে সব গুলোই দিয়েছে….
.

তারপর দেখা যায়,অনেক নতুন অথর বিরক্তিকর টাইটেল + পোস্ট করেন,যেমন-” না দেখলেই মিস ” , তারপর এমন কিছু টপিক নিয়েও পোস্ট করে যেটি সম্পরকে নিজেরই বিস্তারিত ধারণা নেই, তাছাড়া পোস্ট এ বিস্তারিত বর্ণনা থাকেনা, শুধু পোস্ট এর মূল বিষয়টুকু তুলে ধরেন. বিষয় সম্পর্কে পর্যাপ্ত না জেনে পোস্ট করার কারনে বিস্তারিত তথ্য অনেকে তুলে ধরতে পারেননা.
.

তাদের আমি বলব পোস্টটি বর্ধিত করার চেষ্টা করুন এবং টাইটেলে পোস্ট এর মূল বিষয়টুকু তুলে ধরুন.অন্তত ১০ লাইনের পোস্ট করা বাদ দিন. পোস্টটি ভালো করে সাজিয়ে সময় নিয়ে পোস্ট করুন, বলতে চাচ্ছিযে আপনার পোস্টটিকে এসইও করুন এবং ট্রিকবিডির রুলস গুলো মেনে পোস্ট করুন.
.

##…পোস্টের প্রথমে আমি পোস্ট প্রতি টাকার বিষয়ে কিছু কথা বলেছি, এখন কথা হচ্ছে রিয়াদ ভাই একবার তার পোস্টে বলেছিলেন,
;”আপনারা অনেকেই হয়ত ভাবছেন পেমেন্ট এতো কম কেন। কারণ, ট্রিকবিডিতে গুগল ট্রাফিক একটু কম। এটাকে বাড়াতে হবে। এমন বাড়িয়ে দেবেন যেন এডমিন আপনাকে প্রতি পোস্টে ১০০/- করে দিতে বাধ্য হয়। পপুলার সাইট হলে গুগল এড-ফেড
এর মুখের দিকে – এডমিনদের তাকায়ে থাকতে হবে না । বিভিন্ন কোম্পানিরা নিজেরাই এড দিবে। এই ধরুন লাক্স সাবান ৩০-৪০হাজার টাকার বিনিময়ে আমাদের সাইটে এড দিল।”;
.
রিয়াদরক্স ভাইয়ের পোস্ট

এটা সম্ভব হলে পোস্টপ্রতি মূল্য বাড়ত, হয়তো সেটা আজো সম্ভব হয়নি, তাইতো পোস্টপ্রতি আগে যা ছিল এখনো তাই রয়েছে,
তাহলে আমরা কি ট্রিকবিডির ট্রাফিক বাড়িয়েছি?
.

হয়তো না, আর এর কারন আমাদের পোস্ট এর মান…আমরা পোস্ট করি শুধু সাইটের রেগুলার মেম্বার দের জন্য, গুগল থেকে সার্চ করে ভিজিটর আমাদের পোস্ট ভিজিট করতে ভিজিটর খুব কমই আসে, এর মূল কারন আমাদের পোস্ট এসইও না করা,
.

এ বিষয়টি নিয়ে আর বেশি কিছু বলব না, বলতে ধরলে অনেক কথাই বলতে ইচ্ছা করে, কিন্তু সব বলা সম্ভব নয়..মূল কথায় চলে যাচ্ছি.
.

##…..আজকে মূলত যে জন্য পোস্টটি করেছি
.

আমি প্রায় দেড় থেকে দুই বছরের বেশি সময় ট্রিকবিডিতে কোন পোস্ট করিনা, সময়ের স্বল্পতা এবং নানা ব্যাস্ততায় নিয়মিত ভিজিট ও করতে পারিনি, মাঝখানে দুজন বড়ভাই আমার আইডি দিয়ে তাদের দু একটি পোস্ট শেয়ার করেছিল..
.

তবে সুযোগ পেলেই আসতাম প্রিয় সাইটটি ভিজিট করতে … যদিও অনেকদিন কোন পোস্ট করিনি তবে আশায় ছিলাম নতুন কিছু নিয়ে আবার ফিরে আসব ট্রিকবিডিতে
.

অবশেষে ফিরেও আসলাম এবং সাথে এনেছি আমার দীর্ঘ তিন (3) বছরের সংগ্রহ, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই… যদিও ট্রিকবিডির তথ্য ভান্ডার বিশাল তবুও আমি আমার সংগ্রহ টুকু ট্রিকবিডিতে সংযোজন করতে চাই.
.

ট্রিকবিডিতে রয়েছে অনেক এপ রিভিউ, ফ্রি নেট , অনেক জ্ঞান মূলক পোস্ট… তবে আমার সংগ্রহ গুলো সম্পূর্ন ভিন্ন ধরনের, আমি যেগুলো পোস্ট করতে চলেছি সেগুলো হয়তো খুব গুরুত্বপূর্ন নয় বা সবার প্রয়োজন নাও হতে পারে … আমার জানামতে সেই টপিক গুলো ট্রিকবিডিতে খুব বেশি পোস্ট হয়নি ,খুব কম হয়েছে. বা করাই হয়নি…. আমি সে ধরনেরই কিছু সংগ্রহ ট্রিকবিডিতে যোগ করতে চলেছি.

কারণ আমার মূল উদ্দেশ্য ট্রিকবিডির জ্ঞান এবং সংগ্রহ ভান্ডারে নতুন কিছু যোগ করা..
.

আপনাদের উৎসাহ পেলে খুব শিঘ্রই নিয়ে আসব, সাপোর্ট করতে পোস্টটিতে লাইক দিন এবং মতামত জানাতে কমেন্ট করার জন্য অনুরোধ করছি..
.

ট্রিকবিডি সার্পোট টিমের কাছে এবং পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, উপরে এত কথা বলার জন্য হয়ত অতিরিক্ত বলেছি, নিজ গুনে ক্ষমা করবেন..

আর একটা কথা, এডমিনদের অনুরোধ করব মাঝে মাঝে পোস্টে কমেন্ট করুন, আপনাদের কমেন্ট লেখকদের অনেকটা উৎসাহিত করে.