Site icon Trickbd.com

Trickbd তে এক ক্লিকে All ফটো আপলোড করে পোস্ট করুন খুবই সহজে। ( রিকুয়েস্ট পোস্ট )……

Unnamed








সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

জ আপনাদের কাছে নিয়ে আসলাম কিভাবে
ট্রিকবিডিতে এক ক্লিকে All ফটো আপলোড করবেন। অনেকে আছে একটা একটা করে ফটো আপলোড করে। এটা অনেক সময় এর কাজ তাই ফটো দ্রুত এবং একসাথে সব আপলোড করার জন্য আজকে এই পোস্টটি করলাম। এটা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য..

আজে বাজে কমেন্ট কারির উদ্দেশ্য –
* কোন পোষ্টে আজেবাজে কমেন্ট করবেন না। *
আপনাদের যদি পোস্ট টা ভালো না লাগে তাহলে রিপোর্ট করে চলে যান।
আর যে আজেবাজে কমেন্ট করবেন। সে কমেন্টের উত্তর নিশ্চিত পেয়ে যাবেন।
আর পোস্টে আজেবাজে কমেন্ট করে পোস্ট দাতার পোষ্ট করার আগ্রহ কমিয়ে দেবেন না।

N——————————————————————————-S

**কিভাবে এক ক্লিকে অনেক ফটো একসাথে ট্রিকবিডিতে আপলোড করবেন।**


প্রথমে যে কোন ব্রাউজার থেকে ক্রোম ব্রাউজার হলে ভালো হয় trickbd.com লিখে আপনার একাউন্টে লগইন করুন। লগইন করা হয়ে গেলে উপরের Dashboard অপশনে ক্লিক করুন।

New Post অপশনে ক্লিক করুন।

Add Screenshot বাটনে ক্লিক করুন।

Choose Files অপশনে ক্লিক করুন।

Documents অপশনে ক্লিক করুন।

তারপরে খেয়াল করবেন ফোন এবং মেমোরি কার্ড যদি শো করে তাহলে কিছু করা লাগবে না সো না করে তাহলে উপরের থ্রি ডট মেনু তে ক্লিক করুন।

উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করুন।

Show SD Card বাটনে ক্লিক করুন।

তারপর উপরের তিন দাগ মেনুতে ক্লিক করুন।

তারপর দেখবেন আপনার ফোনে ফোন মেমোরি কার্ড শো করছে। তারপর আপনার ফোন বা মেমরা কার্ডের যে ফোল্ডারে স্কিনশট গুলো আছে সেই ফোল্ডারে যান।

তারপর যে কয়টা ফটো আপলোড করতে চান সে কটা ফটো চেপে ধরে ক্লিক করে সিলেক্ট করেন। সব কয়টা ফটো সিলেক্ট করা হয়ে গেলে ওপরের Open লেখাতে ক্লিক করুন।

তারপর দেখবেন যে কটা ফটো সিলেক্ট করছেন সবকয়টা ওখানে শো করছে। তারপর নিচের Submit বাটনে ক্লিক করুন।


তারপর দেখবেন কিছুক্ষনের মধ্যে আপনার সব ফটো একবারে আপলোড হয়ে গেছে। একদম প্রথম ফটোর কোডটি কপি করুন।

তারপর আপনার কাঙ্খিত নোটপ্যাড বা txt ফাইলে পেস্ট করে সেভ করে রাখুন।

তারপর যে কটা ফটো আপলোড করেছেন সে কয়বার ওই আইডি কোডটা পেস্ট করুন। এবং শেষের একটি করে নাম্বার চেঞ্জ করে সিরিয়াল বানান।

দেখুন আমি সিরিয়াল করেছি 20 থেকে 30 পর্যন্ত। এভাবে ফটো আপলোড করলে মনে করেন আইডি কোড সিরিয়ালে থাকে।

তারপরে এবার আপনি আপনার টেক্সট গুলো লিখতে থাকবেন কোন ফটোর প্রথমে কি লিখবেন তারপর ফটোতে কি লিখবেন সেগুলো লিখে সেভ করে একবারে পোস্ট করতে পারবেন।

আমি স্কিনশট গুলো এডিট করেছি Screen Master Pro Apk দিয়ে। এটা আমি নিজে মোড করেছি আপনাদের যদি লাগে কমেন্টে জানাবেন তাহলে নেক্সট পোস্টে আপনাদের লিংকটা দিব।

N——————————————————————————-S

বন্ধুরা আমার আগের পোস্ট যারা মিস করেছেন তারা দেখে নিন

যেকোন MX Player ব্যাকগ্রাউন্ডে অ্যানিমেশন সেট করুন। [ Modding পর্ব 1 ]

Fb Lite অ্যাপসে নাইট মোড বাটন এড করুন। [ Modding পর্ব 2 ]

MX Player Background Change + Snow Animation

Airtel Iflix mb ও All Sim Fb mb দিয়ে সবকিছু ইউজ করুন।

কিভাবে Fb Lite ব্যাকগ্রাউন্ডে Particles বা মাকড়সার জালের মতন অ্যানিমেশন সেট করবেন।

N——————————————————————————-S



বন্ধুরা APK Editor দিয়ে কাজ করার পর যদি যেকোন Apps বা গেমস [APP NOT INSTALL??] দেখায়। সেটা কিভাবে Fixed করবেন দেখে নিন। নিচে Apps Not Installed সমস্যার সমাধানে ক্লিক করুন।










Free Fire গেমের Dimond এবং Airdrop যদি নিতে চান তাহলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ অনেক কম দামে পাবেন…….

যোগাযোগঃ


Facebook– https://facebook.com/nsasns

Messenger– https://m.me/nsasns

Imo———– https://call.imo.im/nsasns

Email——– nitu.sabur@gmail.com

NS Sabur

আমি চাই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে l ভাল লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন।