Site icon Trickbd.com

Exblog থেকে Google AdSense পাওয়ার পরে যেভাবে Ads লাগাবেন নিজের সাইট এ দেখে নিন।

Google AdSense logo

আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই ।

কাল একটি পোস্ট করেছিলাম https://exblog.jp/ সাইট নিয়ে ।

যেখান থেকে আমরা খুব সহজেই Google AdSense Approve নিতে পারবেন ।

এবং খুব অল্প সময়ে তা সম্ভব । যাইহোক যারা এখনো সেই আর্টিকেলটি পরেন নাই,

তারা এখান থেকে পড়ে নিনঃ মাত্র ৩০ মিনিটে আপনার সাইটে Google AdSense নিয়ে নিন ! (সবাই নিতে পারবে একদম ফ্রি)

এবার আসি মুল পোস্টে,  আমারা আমাদের সাইট এ AdSense Approve পাওয়ার পরে কিভাবে Ads Place করব ?

দেখুন Exblog.JP তে আপনি AdSense এর মেনুয়াল কোড প্লেস করতে পারবেন না ।

এখান থেকে আমরা সুধু আমাদের সাইট এ Auto Ads On করতে পারব।

এখন আমি আপনাদের দেখাবো কিভাবে Auto Ads On করতে হয়।

সবার প্রথমে আপনার Google AdSense Account এ চলে আসুন ।

এখানে Ads অপশনে আসুন তাহলে আপনার সাইট দেখতে পারবেন। আমার সাইট এ আমি Auto Ads On করে রেখেছি । আপনাদের On করা থাকবে না। আপনারা ডান পাসে পেন্সিল আইকন এ ক্লিক করবেন সেখান থেকে চালু করে দিবেন ।

Turn On Auto Ads করে নিচে Apply to site করে দিবেন । আপনাদের কাজ শেষ ।

এখন আসি আগের পোস্ট এর কিছু প্রশ্ন উত্তর পর্বে।

১।  অনেকেই রেভেনিউ সেয়ার টা বুঝতে পারে নাইঃ সিম্পল ভাষায় আপনার ইনকামের ২০% EXblog.jp কেটে নিবে। ইনকাম সব কিছু আপনার Adsense Account এ Show করবে।

আমার Dashboard Show করলাম আপনাদের ধারনা ক্লিয়ার করার জন্যে।

২। অনেকের নাকি ৩০ মিনিট এ Adsense Account Approve হচ্ছে না । তাদের বলব একটু ধর্য ধরেন , সবার এত জলদি Approve নাও হতে পারে, তবে আপনাদের বলতে চাই আমার ৩০ মিনিটেই Approve হয়েছিল । এবং অনেকেই আমাকে টেলিগ্রামে নক দিয়েও বলেছে তাদের ২০ মিনিট এ Approve হয়েছে ।

তো আসা করি আপনাদের সব ক্লিয়ার হয়েছে। তারপরেও কারো কোন সমস্যা থাকলে দয়া করে কমেন্ট করবেন ।

 

আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবেন নাঃ My Telegram Channel