Trickbd স্বাগতম।
এই পোষ্টের মূল বিষয় টাইটেল দেখে বুঝে গেছেন। আমরা যখন কোন সিনেমা দেখি বা কোন নাটক দেখি শেষের দিকে সম্পর্কে তথ্যগুলো স্ক্রোলিং করে আমাদের সামনে আছে। যারা নাটকের বা মুভির ভিডিও এডিটিং করা এই এডিটিং টা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে বিভিন্ন গল্প লেখক ভিডিও আকারে পাঠকদের কাছে এভাবেই উপস্থাপন করেন। এতে ভিডিও ভিউস বারে।
বিস্তারিত পোস্ট এর শেষে ভিডিও লিংক আছে দেখুন।
Scrolling Video তৈরি করার অ্যাপস।
এইরকম এডিটিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় ২টি এপ্স।
InShot: একটি পরিষ্কৃত ভিডিও scroll এডিটিং অ্যাপ যেটা আপনাকে টেক্সট, ছবি, অডিও ইত্যাদি যুক্ত করতে সাহায্য করতে পারে।
Kinemaster: একটি পেশাদার scroll ভিডিও এডিটিং অ্যাপ, যেটা আপনাকে ভিডিওতে টেক্সট, ছবি, অডিও ইত্যাদি যুক্ত করতে সাহায্য করতে পারে।
উভয় অ্যাপস দিয়ে আপনি অসাধারণ ভাবে এই স্ক্রোলিং ভিডিও তৈরি করতে পারবেন। InShot দিয়ে কিভাবে করবেন তা নিচে দেখানো হলো।
InShot দিয়ে Scroll ভিডিও এডিটিং।
বিঃদ্রঃ পোস্ট ভালোভাবে লক্ষ্য করুন এবং তারপর চেষ্টা করুন। তাহলে আশা করি বারবার পোস্টের দিকে নজর দিতে হবে না। অনেকে আছেন যারা পোস্ট ভালোভাবে না দেখে ই চেষ্টা করেন । তারপর দেখেন কাজ হয় না। আবার লেখক কে দোষ দেন। তাই আমি মনে করি ভালভাবে লক্ষ্য করলে এর একবারই বুঝতে পারবেন। আর অবশ্যই না বুঝলে কমেন্ট করবেন।
প্লে স্টোর থেকে InShot অ্যাপস টি ডাউনলোড করে নিন।
- তারপর ভিডিও স্ক্রিনের উপরের টেক্সট গুলোকে টেনে একেবারে নিচে নিয়ে আসেন। যেখান থেকে ভিডিওতে টেক্সট দেখানো শুরু হবে। সেখানে নিয়ে রাখবেন।
- এবং ট্রিক দিয়ে সেভ করুন।
বুঝার সুবিধার্থে ভিডিও ডেমো।
না বুঝলে কমেন্ট করে জানাবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।