Site icon Trickbd.com

ফোনের স্পীকারে পানির ছিটেফোটা গেলে , বা হালকা পানি ঢুকলে সেই পানি ওয়েবসাইটের মাধ্যমে vibrate করে বের করুন।

আসসালামু আলাইকুম আজকের পোস্টের টাইটেল টা একটু অন্যরকম , পোস্টের টাইটেল দেখে অনেকেই হয়তো হিমশিম খেয়ে গেছেন , যাইহোক একটু সংক্ষেপে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি

আপনারা প্রাইয় দেখবেন হুঠ করে আমাদের ফোনের স্পীকারে পানি ঢোকে , এটা বেশি ঘটে যখন আপনার ফোন কোনো ছোট বাচ্চার হাতে যায়। কারণ তারা ফোন পেলে মুখে নেয়া শুরু করে

 

 

এটা ছাড়াও অনেক সময় বূষ্টির পানির ছিটেফোটা পরে যেয়ে এমন হয় তো এইজে সমস্যাগুলো আছে এমন সমস্যা হলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই সলভ করতে পারবেন।

যদি এর থেকে বড় কোনো সমস্যা হয় তখন আপনি অন্য ব্যাবস্হা নিবেন।

তো চলুন শুরু করা যাক

 

 

প্রথমে আপনার পানিতে পড়ে যাওয়া ফোনটা আপনার হাতে নিন , যদি বেশি পানি ঢুকে যায় তাহলে একটু যাকা দিন

ফোন ঝাাকনো হয়ে গেলে তারপর আপনার আর কিছু করতে হবে না, অনেকেই মাইকে ফু দেন এই কাজটা একদম করবেন না । কারণ এটা করলে আপনার ফোনে ঢোকা পানি আরোও ভিতরে ঢুকে যাবে।

এরপর আপনার ব্রাউজার ওপেন করে এটা লিখে সার্চ করবেন ,তারপর প্রথমের সাইটা ওপেন করে নিবেন

 

তারপর আপনার ফোনের ভলিউম বাড়িয়ে দিয়ে এখানে ক্লিক করবেন , এরপর দেখবেন ম্যাজিক।

আজকের পোস্ট এপর্যন্তই আল্লাহ হাফেজ।