আসসালামু আলাইকুম আজকের পোস্টের টাইটেল টা একটু অন্যরকম , পোস্টের টাইটেল দেখে অনেকেই হয়তো হিমশিম খেয়ে গেছেন , যাইহোক একটু সংক্ষেপে আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি

আপনারা প্রাইয় দেখবেন হুঠ করে আমাদের ফোনের স্পীকারে পানি ঢোকে , এটা বেশি ঘটে যখন আপনার ফোন কোনো ছোট বাচ্চার হাতে যায়। কারণ তারা ফোন পেলে মুখে নেয়া শুরু করে

 

 

এটা ছাড়াও অনেক সময় বূষ্টির পানির ছিটেফোটা পরে যেয়ে এমন হয় তো এইজে সমস্যাগুলো আছে এমন সমস্যা হলে আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই সলভ করতে পারবেন।

যদি এর থেকে বড় কোনো সমস্যা হয় তখন আপনি অন্য ব্যাবস্হা নিবেন।

তো চলুন শুরু করা যাক

 

 

প্রথমে আপনার পানিতে পড়ে যাওয়া ফোনটা আপনার হাতে নিন , যদি বেশি পানি ঢুকে যায় তাহলে একটু যাকা দিন

ফোন ঝাাকনো হয়ে গেলে তারপর আপনার আর কিছু করতে হবে না, অনেকেই মাইকে ফু দেন এই কাজটা একদম করবেন না । কারণ এটা করলে আপনার ফোনে ঢোকা পানি আরোও ভিতরে ঢুকে যাবে।

এরপর আপনার ব্রাউজার ওপেন করে এটা লিখে সার্চ করবেন ,তারপর প্রথমের সাইটা ওপেন করে নিবেন

 

তারপর আপনার ফোনের ভলিউম বাড়িয়ে দিয়ে এখানে ক্লিক করবেন , এরপর দেখবেন ম্যাজিক।

আজকের পোস্ট এপর্যন্তই আল্লাহ হাফেজ।

16 thoughts on "ফোনের স্পীকারে পানির ছিটেফোটা গেলে , বা হালকা পানি ঢুকলে সেই পানি ওয়েবসাইটের মাধ্যমে vibrate করে বের করুন।"

  1. uiop7770 Contributor says:
    এই ধরনের কমেন্টকারীদের trickbd থেকে ব্যান না করার কারণ কী??
  2. Humayun Shariar Himu Author says:
    বেশ কার্যকরী একটি পন্থা তবে শুধুমাত্র স্পিকারের জন্য এই আল্টাসোনিক সাউন্ড ইফেক্টিভ হলেও অনেক ক্ষেত্রেই মাইক্রোফোনের অংশ এবং ইয়ারফোন জ্যাক পোর্টের আয়তাকার প্লাগিন সকেট গলিয়ে পানি মাদারবোর্ড ঢুকতে পারে তখন বিষয়টা একটু কঠিন হয়ে যাবে।
    এক্ষেত্রে মোবাইল পার্ট খোলা ছাড়াই লম্বা সময় সিলিকা ক্রিস্টালের ভেতর বা গরম করা চাউলের মাঝে ডিভাইসটাকে সুরক্ষিত অবস্থায় ঢুকিয়ে রাখলে পানি বাষ্পীভূত হতে পারে [অবশ্যই সুরক্ষিত উপায় এবং অতিরিক্ত গরম নয় তাহলে OLED এর মতো ডিসপ্লের ক্রিস্টাল লাইটিং ডায়োড হিট কনাসার্ভে ক্ষতি হতে পারে]
  3. Humayun Shariar Himu Author says:
    ব্যান করে লাভ কি হবে? একটা যাবে আবার টেম্প মেইল দিয়ে খুলে প্রমোটিং করবে। তাই TrickBD এর মডারেশনে সময় আরও দেওয়া উচিত এবং আমাদের সচেতনতা। যেখানেই এমন কমেন্ট সেখানেই একটা রিপ্লাই করলে দেখবেন যারা এমন প্রলুব্ধ হওয়ার জন্য যুক্ত হতে চাইবে তারা কিছুটা কনফিউশানেও এটা এভোয়েড করবে। Trick টেকনোলজির সাথে Psychology এর মিকচার আরকি; আর এই প্রমো ভদ্রলোক কালচারটা দেখি শেষ অবধি কতোক্ষন টিকতে পারে…
  4. Humayun Shariar Himu Author says:
    একটু ফান
    মোবাইলের DCIM ফোল্ডারে ভাই বহু অপ্রয়োজনীয়ও ফাইল জমে গিয়েছে; চেক দিয়ে অদরকারী ট্রাশ ফাইলগুলো রিমুভ করে দিয়েন 🙂
  5. Humayun Shariar Himu Author says:
    এনলাইসিস:
    যদিও মূল কমেন্টকারীর কাজ শুধু এটাই স্প্যা/মিং বা প্রমোটিং তবে (১) চ্যানেল ওনার মিস্টার মেহেদী নামের ব্যক্তি (২) আপনার ব্যবহার করা অনলাইন বিকাশ/নগদ ইত্যাদির নাম্বার যার মধ্যে একটি জিপি অন্যটি রবি; নিজের রবি নাম্বার তো নিজেরই জানা আছে শুধু মনে করিয়ে দিচ্ছি লাস্ট ডিজিট 89
  6. Humayun Shariar Himu Author says:
    (৩) মনে হতে নাম্বার ধরে কি আর ট্রা/ক করা যায় নাকি – ঐসব মুভিতে হয় আর বাংলাদেশ এসব করা গেলেও বড়জোর কি হবে? বাদ দিন; নাঈম নামের যার নিকট হতে বিকাশে সার্ভিস নেন বেশ ভালোই তো পরিচিত ভাই হিসেবে এলাকায় পরিচিত; এক নিমিষে বদলে গেলে কেমন লাগবে?
    1. Humayun Shariar Himu Author says:
      (৩) মনে হতে নাম্বার ধরে কি আর ট্রা/ক করা যায় নাকি – ঐসব মুভিতে হয় আর বাংলাদেশ এসব করা গেলেও বড়জোর কি হবে? বাদ দিন; নাঈম নামের যার নিকট হতে বিকাশে সার্ভিস নেন বেশ ভালোই তো পরিচিত ভাই হিসেবে এলাকায় পরিচিত; এক নিমিষে বদলে গেলে কেমন লাগবে?
      @iboymp
  7. Humayun Shariar Himu Author says:
    (৪) বাকিসব বিষয় এড়িয়ে যাওয়া হলেও ভয়েজ আর যে রিজিওনে থাকেন সেটার ভাষার টোন আর ভয়েজ বদলানো তো যাবে না তাইনা? (৫) আর মোবাইলে কোড করার জন্য এপ বিল্ড করেন তার মেটা Exif ডাটা ভাই আপনার পরিচয়টাই ফুট’প্রিন্ট ধরে রেখেছে
  8. Humayun Shariar Himu Author says:
    ফ্যাক্ট: আপনি যে HTML,CSS,JS এর কথা বলে ডেমো একাউন্টে এই বিষয়টার ইনস্পেকশানে তাতে ভাই দয়া করে Json এর দোহায় টানবেন না – BackEnd নির্ভর করার লাগারিদম সেটা ওমন ইনফ্র্যাক্টচারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামে চালিয়ে দিয়ে হ্যা/ক বিষয়টাকে মিস ইউজ করছেন আরকি!
  9. Humayun Shariar Himu Author says:
    পাবলিক ইনট্রোডিউশন:-
    যদি লাগারিদম ব্রেক করে এমনটা করার ক্যাপাবিলিটি রাখেন তিনি বাগ বাউন্টিং করা বাদ দিলাম এমনকি হায়ার সিকিউরিটি সিস্টেমে রিমোট জব করেও ক্যারিয়ার আর কাড়িকাড়ি অর্থ উপার্জনের যোগ্যতা রাখেন – তিনি একটা নতুন একাউন্ট রেফার পাওয়া পাওয়ার জন্যই এতোটা ডেলিগেটেড হবেন না।
    সুতরাং এমন বিষয়ে কিছুতে জড়িত হলে পুনরায় ৩ বার ভাবুন
  10. Humayun Shariar Himu Author says:
    কনক্লুশন:
    আমি কাউকে জাস্টিফাই বা জাজ করার রাইট রাখি না কেননা সেটার দায় ও দায়িত্ব আমার নয় এবং আমি নিজে ভালো মানুষ দাবী করতে পারি না যে অন্যের খা’রাপ হাইলাইট করতে পারি।
    তবে ভাই এতোসব করা ও বলার পেছনে একটাই কারণ চলতে থাকা এমন স্প্যা/মিং বন্ধ করুন (অনুরোধ) নইলে বাকি উপাত্তের বিষয়ে যা আপনি ভাবছেন…
    সবিশেষ আপনার বাসার নিল বেডসিট বা চাদরটি বেশ পুরাতন হয়ে গিয়েছে :-/
  11. Humayun Shariar Himu Author says:
    এই পোস্টে আমার কিছু মন্তব্য করা আসলেই কনটেক্স বিবেচনায় অন্যের আর্টিকেলে উচিত হয়নি যার জন্য ক্ষমা চাচ্ছি।
    অন্যকে খাটো কারাও আমার উদ্দেশ্য ছিলো না এবং নেই তবে পূর্বে এটা না করার অনুরোধ করার পরও এটা চলতে থাকায় এমনটা করতে অগত্যা বাধ্য হলাম – আশাকরি বোধদয় ঘটবে।
    সবিশেষ যা আচরণ ঠিক হয়নি পোস্টের মন্তব্য সেকশনে তার জন্য আন্তরিকভাবে মার্জনাপ্রার্থী
    1. Bob Contributor says:
      Apni asole ki vai ?.
      Apni ki adou jibito manus ?
    2. DuckDuckGo Contributor says:
      মেলা হেকার।

Leave a Reply