আপনি জানেন কি?
জাতীয় পরিচয় পত্রে (NID) আপনি যে আঙুলের ছাপ দিয়েছিলেন সেই ছাপের সাথেই বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার দেওয়া আঙুলের ছাপ কেবলমাত্র মিলিয়ে দেখা হচ্ছে। আর জাতীয় পরিচয় পত্রে দেওয়া আপনার সেই আঙুলের ছাপটি মিললেই একটি সবুজ কালির টিক চিহ্ন দিয়ে সিমটি নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে এবং আপনারনামে সিমটি নিবন্ধিত হয়ে যাচ্ছে। এখানে মোবাইল অপারেটর গুলোর কাছে আপনাদের দেওয়া আঙুলের ছাপগুলো জমা হচ্ছে না এবং তাদের কাছে এই ছাপগুলো জমা রাখার কোন প্রযুক্তিও নাই। দেশ ও জনগণের স্বার্থে আপনি নিজে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধন করুন, অপরকেও উৎসাহিত করুন