আপনি জানেন কি?

জাতীয় পরিচয় পত্রে (NID) আপনি যে আঙুলের ছাপ দিয়েছিলেন সেই ছাপের সাথেই বায়োমেট্রিক পদ্ধতিতে আপনার দেওয়া আঙুলের ছাপ কেবলমাত্র মিলিয়ে দেখা হচ্ছে। আর জাতীয় পরিচয় পত্রে দেওয়া আপনার সেই আঙুলের ছাপটি মিললেই একটি সবুজ কালির টিক চিহ্ন দিয়ে সিমটি নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে এবং আপনারনামে সিমটি নিবন্ধিত হয়ে যাচ্ছে। এখানে মোবাইল অপারেটর গুলোর কাছে আপনাদের দেওয়া আঙুলের ছাপগুলো জমা হচ্ছে না এবং তাদের কাছে এই ছাপগুলো জমা রাখার কোন প্রযুক্তিও নাই। দেশ ও জনগণের স্বার্থে আপনি নিজে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধন করুন, অপরকেও উৎসাহিত করুন

More Tips & Tricks —   TrickSure.Com

2 thoughts on "বায়োমেট্রিক সিম নিবন্ধনের ভয় আর নয় ।"

  1. proyas masum Contributor says:
    why you coppy me
  2. amirusel Contributor says:
    এখন আমার ভয়টা কাটল, এবার তাহলে সিমটা নিবন্ধন করা যায়। আমি ভেবেছিলাম অন্যের নামে সিম নিবন্ধন করব। কিন্তু এখন আমার নামেই নিবন্ধন করব।

Leave a Reply