Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » গুগলেও টি-২০ বিশ্বকাপের ছোঁয়া

গুগলেও টি-২০ বিশ্বকাপের ছোঁয়া

এশিয়া কাপের রেশ কাটতে না কাটতেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের উত্তেজনা। গুগলেও লেগেছে ছোঁয়া। আজ যাঁরা গুগলের হোমপেজ বা নীড়পাতায় যাবেন, তাঁরা একটি ডুডল দেখতে পাবেন। ডুডলটি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রদর্শন করছে গুগল। ডুডলে একটি পুরো স্টেডিয়াম ও তার ওপরে গুগল লেখা দেখাচ্ছে। ডুডলের ওপর ক্লিক করলে গুগল সার্চ পাতায় নিয়ে যাচ্ছে যেখানে আইসিসির দেওয়া স্কোর ও খেলার সূচি দেখা যাচ্ছে। এ ছাড়া বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন তথ্য এ পাতায় প্রদর্শন করা হচ্ছে।

৮ মার্চ থেকে বিশ্বকাপ শুরু। চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ভারতের সাতটি ভেনুতে খেলা হবে। ১৬টি দল এতে অংশ নিচ্ছে।
ক্রিকেট নিয়ে গুগলের ডুডলও অবশ্য এবারই প্রথম না। এর আগে ২০১৪ সালেও বিশ্বকাপ নিয়ে ডুডল তৈরি করেছিল গুগল। ক্রীড়াবিশ্বের গুরুত্বপূর্ণ সব প্রতিযোগিতার সময় দেখা গেছে গুগলের ডুডল। ২০০৭ সালের রাগবি বিশ্বকাপ, ২০০২, ২০০৬ ও ২০১০ সালের ফুটবল বিশ্বকাপ, ২০০৮ সালের ইউরো কাপ, ২০০৯ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বিশেষভাবে উদযাপন করেছিল গুগল। এ ছাড়া বিভিন্ন সময়ের অলিম্পিকের সময় দেখা গেছে গুগল ডুডল।
আমার ব্লগ সাইট HamWap.Com

8 years ago (Mar 07, 2016)

About Author (264)

tonmoy
author

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version