Site icon Trickbd.com

নয় মাসে ফেসবুক লাইট সংস্করণ ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছে

Unnamed

নয় মাসে ফেসবুক লাইট সংস্করণ ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার পর সক্রিয় ব্যবহারকারীর মাসিক সংখ্যার হিসেব ১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। গতকাল বুধবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক লাইট সংস্করণটি ফেসবুকের সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া সংস্করণের মধ্যে শীর্ষে রয়েছে।
বর্তমানে ফেসবুকের এই লাইট সংস্করণটি ৫০টি ভাষা সমর্থন করে। লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলের ১৫০টি দেশে ফেসবুক লাইট সংস্করণটি উন্মুক্ত করে। এটি মাত্র ১ মেগাবাইট আকারের একটি সংস্করণ, যা মোবাইলে কম জায়গা নেয় এবং অপক্ষোকৃত কম গতির নেটওয়ার্কেও এটি চালানো যায়।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে যে অঞ্চলে ইন্টারনেটের খরচ বেশি, কিন্তু গতি কম, সেখানে ফেসবুক ব্যবহারের সুবিধা দিতে লাইট সংস্করণটি চালু করে ফেসবুক। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা এ অ্যাপটি তাঁদের মোবাইলে ডাউনলোড করে ফেসবুক ব্যবহার করতে পারতেন। এতে ভিডিও, একসঙ্গে একাধিক ছবি দেখা প্রভৃতি ফিচার ছিল না। এবার ফেসবুক কর্তৃপক্ষ লাইট অ্যাপেও এ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে।