নয় মাসে ফেসবুক লাইট সংস্করণ ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিতে পৌঁছেছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হওয়ার পর সক্রিয় ব্যবহারকারীর মাসিক সংখ্যার হিসেব ১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। গতকাল বুধবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
বর্তমানে ফেসবুকের এই লাইট সংস্করণটি ৫০টি ভাষা সমর্থন করে। লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু অঞ্চলের ১৫০টি দেশে ফেসবুক লাইট সংস্করণটি উন্মুক্ত করে। এটি মাত্র ১ মেগাবাইট আকারের একটি সংস্করণ, যা মোবাইলে কম জায়গা নেয় এবং অপক্ষোকৃত কম গতির নেটওয়ার্কেও এটি চালানো যায়।