হার্শা ভোগলের
টুইটের পরে আলোচনায় মাহমুদুল্লাহ
রিয়াদের নাম। তিনি নাকি
আইপিএল মাতাতে পারেন।
আইপিএল খেলার প্রস্তাবের বিষয়ে
এবার কথা বললেন মাহমুদুল্লাহ
রিয়াদ।
আইপিএলে ভালো করতে পারছে
না পুনে। আর এই দলেই রিয়াদকে বড়
প্রয়োজন। ফিনিশার হয়ে গুরুত্বপূর্ণ

ভূমিকা রাখতে পারবেন তিনি।
হার্শা ভোগলের এমন ধারনা শুনতে
পেয়েছেন রিয়াদও।
রিয়াদ এই বিষয়ে বলেন, আমি পুনের
কাছ থেকে এখনো কোনো প্রস্তাব
পাইনি। প্রস্তাব পেলে পুনের হয়ে
আইপিএল খেলতে যেতে রাজি
আছি। সেখানে খেলতে না
যাওয়ার কোনো কারণ নেই। তবে এ
নিয়ে অহেতুক কথাবার্তা ঠিক নয়।
প্রসঙ্গত, রাইজিং পুনে
সুপারজায়ান্টস আইপিএলে পয়েন্ট
তালিকায় তলানিতে রয়েছেন। এই
দলের ভাগ্য বদলানোর জন্য
রিয়াদকে নেয়ার বিষয় নিয়ে এখনও
গুঞ্জন বইছে।

সূত্রঃ বিডি২৪লাইভ

স্বল্পমূল্য নিজের নামে ওয়েবসাইট তৈরি করে প্রতিদিন ১০০-৫০০ টাকা ইনকাম করতে এখানে আসুন

Leave a Reply