Site icon Trickbd.com

[Mega Post]এস এম এসের মাধ্যমে জেনে নিন,আপনার সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা

Unnamed

অনেকেই ইতি মধ্যে নিজেদের সিম কার্ড
বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেছেন,
কিন্তু আপনি কি জানেন আপনি সঠিক ভাবে
সিম নিবন্ধন করেছেন কিনা ? এই কাজটি করতে
নিচের নিয়মে এসএমএস করলেই জেনে নিতে
পারবেন বায়োমেট্রিক পদ্ধতিতে সঠিক ভাবে
সিম নিবন্ধন হয়েছে কিনা। গ্রামীণফোন ,
বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এর
গ্রাহকরা সহজেই যাচাই করে নিতে পারবেন।

১) গ্রামীণফোন গ্রাহকরা Message অপশনে গিয়ে reg
লিখে 4949 এ send করুন।
২) বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল
করে নিবন্ধন যাচাই করতে পারেন।
৩) রবির গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন
যাচাই করতে পারেন।
৪) এয়ারটেল গ্রাহকরা *121*444# ডায়াল করে
নিবন্ধন যাচাই করতে পারেন।
৫) টেলিটক গ্রাহকরা Message অপশনে গিয়ে Q
লিখে 1600 এ send করুন।
দেখতে কোন টাকা কাটা হবে না…সব গুলোতেই
ফিরতি ক্ষুদে বার্তায় আপনাকে জানিয়ে দেয়া
হবে আপনি কোন NID নাম্বারে নিবন্ধিত
কাস্টমার

AnamulBD.Com

Exit mobile version