অনেকেই ইতি মধ্যে নিজেদের সিম কার্ড
বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করেছেন,
কিন্তু আপনি কি জানেন আপনি সঠিক ভাবে
সিম নিবন্ধন করেছেন কিনা ? এই কাজটি করতে
নিচের নিয়মে এসএমএস করলেই জেনে নিতে
পারবেন বায়োমেট্রিক পদ্ধতিতে সঠিক ভাবে
সিম নিবন্ধন হয়েছে কিনা। গ্রামীণফোন ,
বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এর
গ্রাহকরা সহজেই যাচাই করে নিতে পারবেন।

১) গ্রামীণফোন গ্রাহকরা Message অপশনে গিয়ে reg
লিখে 4949 এ send করুন।
২) বাংলালিংকের গ্রাহকরা *1600*1# ডায়াল
করে নিবন্ধন যাচাই করতে পারেন।
৩) রবির গ্রাহকরা *1600*1# ডায়াল করে নিবন্ধন
যাচাই করতে পারেন।
৪) এয়ারটেল গ্রাহকরা *121*444# ডায়াল করে
নিবন্ধন যাচাই করতে পারেন।
৫) টেলিটক গ্রাহকরা Message অপশনে গিয়ে Q
লিখে 1600 এ send করুন।
দেখতে কোন টাকা কাটা হবে না…সব গুলোতেই
ফিরতি ক্ষুদে বার্তায় আপনাকে জানিয়ে দেয়া
হবে আপনি কোন NID নাম্বারে নিবন্ধিত
কাস্টমার

AnamulBD.Com

Leave a Reply