Site icon Trickbd.com

একটি চিঠির দাম ২৫২ কোটি ৩২ লাখ টাকা!

Unnamed

একটি চিঠির মূল্য কত হতে পারে?
ভাবছেন, চিঠি আবার বিক্রিও হয়
নাকি। আর হলেও একটা চিঠির দাম
আবার কত হবে? কিন্তু অবিশ্বাস্য হলেও
সত্যি একাদশ শতাব্দীর একজন চীনা
বুদ্ধিজীবীর একটি চিঠি বিক্রি
হয়েছে রেকর্ড ২০৭ মিলিয়ন ইউয়ান
অর্থাৎ ৩২ মিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশি মুদ্রায় যার দাম ২৫২
কোটি ৩২ লাখ টাকা।
রবিবার চীনের রাজধানী
বেইজিংয়ে এক নিলামে ১২৪

অক্ষরের এক পাতার এই চিঠিটি
কিনেছেন চীনা একজন চলচ্চিত্র
ব্যবসায়ী ওয়াং জংজুন।
প্রায় ৯৩৬ বছর আগে তৎকালীন চীনা
বুদ্ধিজীবী জেং গং এই চিঠিটি
লিখেছিলেন। চীনে সং
সাম্রাজ্যের সময় (৯৬০-১২৭৯ খ্রিষ্টাব্দ )
জেং ছিলেন বিখ্যাত একজন গদ্য
লেখক। বন্ধুকে লেখা ওই চিঠিতে জং
তার রাজনৈতিক অসুবিধে এবং
একাকীত্বের কথা লিখেছিলেন
২০০৯ সালে জেং এর এই চিঠিই
নিলামে বিক্রি হয়েছিল ১০৮
মিলিয়ন ইউয়ানে। মাত্র সাত বছরে এর
দাম দ্বিগুণ হয়েছে।
ওয়াং জংজুন অবশ্য এর আগেও চোখ
কপালে ওঠা দামে শিল্পকর্ম
কিনেছেন। ২০১৪ সালে নিউইয়র্কে এক
নিলাম থেকে প্রায় ৬২ মিলিয়ন ডলার
দিয়ে ভ্যান গগের তিনটি ছবি কিনে
হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি।

বাংলাদেশের সবথেকে বিখ্যাত web সাইটে যেতে চাইলে
> এখানে ক্লিক করুন <<

Exit mobile version