একটি চিঠির মূল্য কত হতে পারে?
ভাবছেন, চিঠি আবার বিক্রিও হয়
নাকি। আর হলেও একটা চিঠির দাম
আবার কত হবে? কিন্তু অবিশ্বাস্য হলেও
সত্যি একাদশ শতাব্দীর একজন চীনা
বুদ্ধিজীবীর একটি চিঠি বিক্রি
হয়েছে রেকর্ড ২০৭ মিলিয়ন ইউয়ান
অর্থাৎ ৩২ মিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশি মুদ্রায় যার দাম ২৫২
কোটি ৩২ লাখ টাকা।
রবিবার চীনের রাজধানী
বেইজিংয়ে এক নিলামে ১২৪

অক্ষরের এক পাতার এই চিঠিটি
কিনেছেন চীনা একজন চলচ্চিত্র
ব্যবসায়ী ওয়াং জংজুন।
প্রায় ৯৩৬ বছর আগে তৎকালীন চীনা
বুদ্ধিজীবী জেং গং এই চিঠিটি
লিখেছিলেন। চীনে সং
সাম্রাজ্যের সময় (৯৬০-১২৭৯ খ্রিষ্টাব্দ )
জেং ছিলেন বিখ্যাত একজন গদ্য
লেখক। বন্ধুকে লেখা ওই চিঠিতে জং
তার রাজনৈতিক অসুবিধে এবং
একাকীত্বের কথা লিখেছিলেন
২০০৯ সালে জেং এর এই চিঠিই
নিলামে বিক্রি হয়েছিল ১০৮
মিলিয়ন ইউয়ানে। মাত্র সাত বছরে এর
দাম দ্বিগুণ হয়েছে।
ওয়াং জংজুন অবশ্য এর আগেও চোখ
কপালে ওঠা দামে শিল্পকর্ম
কিনেছেন। ২০১৪ সালে নিউইয়র্কে এক
নিলাম থেকে প্রায় ৬২ মিলিয়ন ডলার
দিয়ে ভ্যান গগের তিনটি ছবি কিনে
হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি।

বাংলাদেশের সবথেকে বিখ্যাত web সাইটে যেতে চাইলে
> এখানে ক্লিক করুন <<

6 thoughts on "একটি চিঠির দাম ২৫২ কোটি ৩২ লাখ টাকা!"

  1. Rabby sami Contributor says:
    Halp me Vai add button hide kore followar on korbo Mutual thakleo jate add na ashe oita krbo kivabe pls kew blben?
  2. Rashed Khan Contributor says:
    পোস্টমাজা সবথেকে ফালতু সাইড। স্মামারের বাচ্চা স্মামার
  3. Rashed Khan Contributor says:
    তুই স্মাম করে তোর সাইডে গুটি কয়েকটা ভিজিটার পাবি কিন্তু কারোর সম্মান পাবি না
  4. bappakhan Contributor says:
    herami madarchow
  5. ashik1999 Contributor says:
    রানা ভাই শুধু টিউনার হওয়ার জন্য এত এত ভাল ভাল পোষ্ট করলাম সব দিনের পর দিন পেন্ডিং আর পেন্ডিং যেখানে নিজের কোনো সার্থ নাই, সময় মেগাবাইড সব নিজের খরচ করে শুধু টিউনার হতে চেয়েছি আপনার সাইডে। আর যেগুলো নামে মাএ পোষ্ট সেগুলো রিভিউ করতেছেন আর গুরুত্বপূর্ণ সব পোষ্ট রাখছেন পেন্ডিং। রাজনীতি কি সবখানে জয়ি?

Leave a Reply