ধূমপায়ীদের জন্য রীতিমত দুঃসংবাদ।
খুবসম্ভব আগামী দুমাসের মধ্যেই নতুন আইন
বাস্তবায়নের মাধ্যমে সিগারেটের দাম বাড়িয়ে
ফেলা হচ্ছে। তাও দশ টাকা বিশ টাকা নয়, প্যাকেট
প্রতি ১,৫০০ টাকা! হ্যাঁ, শুধু ২২০ টাকার এক প্যাকেট
বেনসন সিগারেটের জন্যই আপনাকে গুনতে
হবে দেড় হাজার টাকা!
নতুন বাজেট পরিকল্পনায় জানানো হয়েছে, ২০২৫
সালের মধ্যে দেশ থেকে সিগারেটসহ
তামাকজাত দ্রব্য সেবনের অভ্যাস দূর করার
পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী আগামী
পণ্যের ওপর কর বাড়িয়ে ৪৬ শতাংশ করা হবে।
এ লক্ষ্য স্থাপনের প্রয়োজন অনুযায়ী এক
প্যাকেট দামী সিগারেটের জন্য একজন
ধূমপায়ীকে গুনতে হবে ১৫০০ টাকার মত।.
মোটকথা কমদামী কিংভা বেশি দামী
যেকোনো সিগারেটের অপরই বসানো হবে
৭০% ট্যাক্স। অর্থাৎ ১০ টাকার সিগারেট কিনতে
আপনাকে খরচ করতে হবে ৭০ টাকা!
আগামী জুলাই মাসের শেষ দিকে চুক্তিটি
সাক্ষরিত করা হবে বলে জানিয়েছেন মাদক দমন
ও নির্মূল বিভাগের এক উর্ধতন কর্মকর্তা।
এছাড়া ২০১৯ সাল নাগাদ দূষণ সৃষ্টিকারী
শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ভর্তুকি বন্ধেরও
পরিকল্পনা করেছে সরকার। শুধু তা-ই নয়, এগুলোর
ওই পরিকল্পনা।