ধূমপায়ীদের জন্য রীতিমত দুঃসংবাদ।
খুবসম্ভব আগামী দুমাসের মধ্যেই নতুন আইন
বাস্তবায়নের মাধ্যমে সিগারেটের দাম বাড়িয়ে
ফেলা হচ্ছে। তাও দশ টাকা বিশ টাকা নয়, প্যাকেট
প্রতি ১,৫০০ টাকা! হ্যাঁ, শুধু ২২০ টাকার এক প্যাকেট
বেনসন সিগারেটের জন্যই আপনাকে গুনতে
হবে দেড় হাজার টাকা!

নতুন বাজেট পরিকল্পনায় জানানো হয়েছে, ২০২৫
সালের মধ্যে দেশ থেকে সিগারেটসহ
তামাকজাত দ্রব্য সেবনের অভ্যাস দূর করার
পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী আগামী

চার অর্থবছরে ধাপে ধাপে তামাক ও তামাকজাত
পণ্যের ওপর কর বাড়িয়ে ৪৬ শতাংশ করা হবে।
এ লক্ষ্য স্থাপনের প্রয়োজন অনুযায়ী এক
প্যাকেট দামী সিগারেটের জন্য একজন
ধূমপায়ীকে গুনতে হবে ১৫০০ টাকার মত।.
মোটকথা কমদামী কিংভা বেশি দামী

যেকোনো সিগারেটের অপরই বসানো হবে
৭০% ট্যাক্স। অর্থাৎ ১০ টাকার সিগারেট কিনতে
আপনাকে খরচ করতে হবে ৭০ টাকা!
আগামী জুলাই মাসের শেষ দিকে চুক্তিটি
সাক্ষরিত করা হবে বলে জানিয়েছেন মাদক দমন
ও নির্মূল বিভাগের এক উর্ধতন কর্মকর্তা।

এছাড়া ২০১৯ সাল নাগাদ দূষণ সৃষ্টিকারী
শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ভর্তুকি বন্ধেরও
পরিকল্পনা করেছে সরকার। শুধু তা-ই নয়, এগুলোর

ওপর করও বাড়ানো হবে বলে জানানো হয়েছে
ওই পরিকল্পনা।

8 thoughts on "ভালো মানুষদের জন্য সুসংবাদ । ধুমপায়ীদের জন্য দুঃসংবাদ নিয়ে আসছে নতুন বাজেট! এক প্যাকেট সিগারেটের দাম হবে ১৫০০ টাকা.."

  1. Raihan 12 Contributor says:
    রানা ভাই টিউনার করেন প্লিজ। আর
    কতো দিন থাকবো এভাবে
    1. Rashed Khan Contributor says:
      সবকিছর একটা লিমিট আছে
  2. SOFIKUL Islam Contributor says:
    Thanks for share.
  3. Masum Ahmad Kafil Contributor says:
    অহ, খুব ভালো করেছে সরকার। এই আইনটাই চাই। ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
  4. Aray Contributor says:
    Thank for shar
  5. NIKHILROY Author says:
    কোন পত্রিকা থেকে পেলেন
  6. Gazi Subscriber says:
    লাভ হবে ভারতের
  7. Hard Man Contributor says:
    bro ato rate
    hobe na

Leave a Reply