Site icon Trickbd.com

মাকড়সার বানানো সবচেয়ে বড় জাল?

Unnamed

বানের পানিতে তলিয়ে গেছে চরাচর। ৪০ বছরের মধ্যে সবচেয়ে প্রবল বন্যার কবলে অস্ট্রেলিয়ার তাসমানিয়া। সেখানকার মাকড়সাগুলো আশ্রয় নিয়েছে গাছপালার ওপর। ঝড়বৃষ্টি থেকে বাঁচতে তারা সেখানে সুবিশাল এক আবরণ তৈরি করেছে। সম্ভবত এটিই মাকড়সার তৈরি সবচেয়ে বড় জাল।

এ ঘটনা অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওয়েস্টবারি এলাকার। লাখ লাখ মাকড়সা মিলে বেশ পুরু জালের ওই আবরণ তৈরি করেছে। অস্ট্রেলিয়ান মিউজিয়ামের সংগ্রহ ব্যবস্থাপক গ্রাহাম মিলেজ বলেন, বন্যাকবলিত ওয়েস্টবারির যেটুকু শুকনো জায়গা অবশিষ্ট ছিল, সেটা জাল বানিয়ে ঢেকে দিয়েছে মাকড়সার পাল। হয়তো তারা বুঝতে পেরেছে, এ রকম জালে আশ্রয় নিলে বাতাসই তাদের আরও ওপরে তুলে নেবে। এর ফলে বন্যার পানি থেকে নিরাপদে থাকা যাবে।
ওয়েস্টবারির স্থানীয় বাসিন্দা কেন পুসেটি ওই বিশালাকায় জালের ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেন, মাকড়সার জালটির বিস্তার প্রায় ৮০০ মিটার জায়গাজুড়ে।
মাকড়সা পরিবেশের একটি গুরুত্বপূর্ণ শিকারি প্রাণী। গবেষকেরা বলছেন, এ ধরনের বন্যা পরিস্থিতিতে কোনো এলাকায় প্রাণীটির মোট সংখ্যার ব্যাপারে আন্দাজ মেলে।
Exit mobile version