বানের পানিতে তলিয়ে গেছে চরাচর। ৪০ বছরের মধ্যে সবচেয়ে প্রবল বন্যার কবলে অস্ট্রেলিয়ার তাসমানিয়া। সেখানকার মাকড়সাগুলো আশ্রয় নিয়েছে গাছপালার ওপর। ঝড়বৃষ্টি থেকে বাঁচতে তারা সেখানে সুবিশাল এক আবরণ তৈরি করেছে। সম্ভবত এটিই মাকড়সার তৈরি সবচেয়ে বড় জাল।
ওয়েস্টবারির স্থানীয় বাসিন্দা কেন পুসেটি ওই বিশালাকায় জালের ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেছেন। তিনি গার্ডিয়ান অস্ট্রেলিয়াকে বলেন, মাকড়সার জালটির বিস্তার প্রায় ৮০০ মিটার জায়গাজুড়ে।