আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস নিয়ে হাজির হলাম ।
আসুন তাহলে ভালোমানের একটা মেমরি কার্ড কিভাবে চিনবেন? কোথায় পাবেন? কত দামে পাবেন দেখে নেই।
মেমরি কার্ডের স্পীড অনুযায়ী একে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়ঃ
Class 2
Class 4
Class 6
Class 10
আপনার স্মার্টফোনের জন্য অবশ্যই Class 10 Micro SD কার্ড কিনবেন। এতে write speed পাবেন 10 mbps এর বেশি, আর read speed পাবেন 20 mbps এর বেশি। যা আপনার SD কার্ডে থাকা apps, games, HD movie কে দেবে দুরন্ত গতি।
কোথায় পাবেনঃ BCS Computer City তে, Rayans Computers, Computer Source ltd, Massive Computers এ পাবেন। আরো অন্যান্য দোকানেও পাবেন। BCS Computer City তে আমি দুটি ব্র্যান্ড পেয়েছি, Appacer এবং Silicon Power ।
দরদামঃ Apecer 8GB Micro SD Class 10 ৪০০ টাকা, Apecer 16 GB Micro SD Class 10 ৬০০ টাকা। দর কষাকষির অভ্যাস থাকলে যথাক্রমে ৩০০ টাকা ও ৫০০ টাকায় পাবেন।