আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস নিয়ে হাজির হলাম ।

স্মার্টফোন ব্যাবহারকারীরা প্রায়ই স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ধীর গতির (ল্যাগিং) অভিজ্ঞতা হয়, যা খুবই বিরক্তিকর। এই বিরক্তিকর ল্যাগিং আমরা মেনে নেই, মনেকরি, স্মার্টফোন মানেই এমন হতে পারে। তা অবশ্য হতে পারে, কিন্তু এই ল্যাগিং সমস্যা মূল কারন হতে পারে, একটি ভালো মানের মাইক্রো এস,ডি মেমরি কার্ড না থাকা। যে সকল স্মার্টফোনে মাইক্রো এস,ডি মেমরি কার্ড লাগানোর অপশন থাকে, সে সকল সেটেই ল্যাগিং সমস্যা বেশি হয়, কারন ফোনটা কেনার পর মেমরি কেনার ক্ষেত্রে আমরা কঞ্জুসের মত নিম্নমানের সস্তাদরের মেমরি কার্ড লাগাই। যেটাই সকল নষ্টের গোড়া, ল্যাগিং এখান থেকেই শুরু।
আসুন তাহলে ভালোমানের একটা মেমরি কার্ড কিভাবে চিনবেন? কোথায় পাবেন? কত দামে পাবেন দেখে নেই।
মেমরি কার্ডের স্পীড অনুযায়ী একে বিভিন্ন ক্লাসে ভাগ করা হয়ঃ
Class 2
Class 4
Class 6
Class 10
আমরা বাজার থেকে যে সকল সস্তা দরের মেমরি কার্ড কিনি, এগুলো কোন স্ট্যান্ডার্ড ক্লাসে পড়েনা বিধায় এগুলোতে কোন ক্লাস ট্যাগ থাকেনা। অন্যদিকে Class 4, Class 6, Class 10 SD কার্ডে ট্যাগ লাগানো থাকে নিচের চিত্রের মত। সুতরাং ট্যাগ দেখে ভালো ব্র্যান্ডের কার্ড কিনবেন।

আপনার স্মার্টফোনের জন্য অবশ্যই Class 10 Micro SD কার্ড কিনবেন। এতে write speed পাবেন 10 mbps এর বেশি, আর read speed পাবেন 20 mbps এর বেশি। যা আপনার SD কার্ডে থাকা apps, games, HD movie কে দেবে দুরন্ত গতি।
কোথায় পাবেনঃ BCS Computer City তে, Rayans Computers, Computer Source ltd, Massive Computers এ পাবেন। আরো অন্যান্য দোকানেও পাবেন। BCS Computer City তে আমি দুটি ব্র্যান্ড পেয়েছি, Appacer এবং Silicon Power ।
দরদামঃ Apecer 8GB Micro SD Class 10 ৪০০ টাকা, Apecer 16 GB Micro SD Class 10 ৬০০ টাকা। দর কষাকষির অভ্যাস থাকলে যথাক্রমে ৩০০ টাকা ও ৫০০ টাকায় পাবেন।

19 thoughts on "কি ভাবে ভালো মানের মাইক্রো এস,ডি মেমরি কার্ড চিনবেন।"

  1. Partha Contributor says:
    Thanks bhai 🙂 dorker cilo!
  2. Bads Man Shakil Khan Author says:
    vlo maner 32gb class 10 =500,600,700tk…2,3 number er 2ta khub vlo….r apni 8gb 600tk?matha galo…,naki vut dhorche?….but nice post….
    1. Sumon80 Contributor says:
      abal hala…8gb 600tk koi dekhos?
    2. Bads Man Shakil Khan Author says:
      মান্দির পো,তরে হোন্দায় দিমু******আমি 32জিবি ক্লাস 10এর কথা কইছি
    3. Sumon80 Contributor says:
      Vuskir nati xD tr mayre uptahh…
  3. DARKnesss Contributor says:
    thanks etay proyjon chilo..but,,,
    egula j valo hoba othoba egula copy kora hoy tokhon.
  4. Shabuj Sharif Contributor says:
    কোন ব্রা‌ন্ডের মেমরি কার্ড সব‌চে‌য়ে ভাল ?
  5. Shabuj Sharif Contributor says:
    samsung mamory kinle kamon hoy?
  6. ok Contributor says:
    দারুন
  7. Monirul Contributor says:
    আমার Class10 Samsung 16GB 280tk, অবশ্য পরিচিত দোকান তাই দাম কমে পেয়েছি।।
  8. nk tanim Contributor says:
    ভাই আমি গেমস খেলার জন্য আন্রয়েড এর obb ফাইলে কিছু copy বা cut করতে পারছি না, বারবার filled দেখায়, এখন কি করবো,,,?????? প্লিজ কেউ হেল্প করেন।
  9. 69shemul Author Post Creator says:
    tnx all
  10. obakrana77 Contributor says:
    thanks… onk valo pst
  11. Sk Hadi Contributor says:
    wow thanks.

Leave a Reply