আপনি কি picsay ব্যবহার করেন তবে এই ট্রিকটা আপনার জন্য
Jakariya Islam
আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সরাসরি কাজের কথায় চলে যাচ্ছি।
আমরা প্রায় সকলেই picsay ব্যবহার করি। তবে আজকে আমি দেখাবো কিভাবে অতিরিক্ত font ব্যবহার করবেন এই pucsay দিয়ে। আমি জানি এই রকম পোষ্ট picart কে নিয়ে হয়েছে তবে picsay কে নিয়ে হয় নি। তো চলুন শুরু করা যাক।
##যা যা করতে হবে
প্রথমে picsay app টি অপেন করুন। তারপর sticker > title এ যান। তারপর tap to style title থেকে font এ যান। এরপর more font এ গিয়ে create fonts folder এ ক্লিক করুন। এবার আপনার sd card এ fonts নামে একটি folder তৈরি হয়ে গিয়েছে। এবার আপনি আপনার ttf font file গুলো fonts folder এ রাখুন। বাস কাজ হয়ে যাবে। তো বন্ধুরা হয়ে গেল আমাদের কাজ।
একটা কথা বলতে চাই। এই ট্রিকটা আপনার জানা থাকতে পারে তবে আমি বলবো আপনার জানা নেই। যদি আপনি জানতেন তবে এই TRICKBD তে শেয়ার করতেন।
তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকুন এবং TRICKBDএর সাথেই থাকুন।