পনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সরাসরি কাজের কথায় চলে যাচ্ছি।

আমরা প্রায় সকলেই picsay ব্যবহার করি। তবে আজকে আমি দেখাবো কিভাবে অতিরিক্ত font ব্যবহার করবেন এই pucsay দিয়ে। আমি জানি এই রকম পোষ্ট picart কে নিয়ে হয়েছে তবে picsay কে নিয়ে হয় নি। তো চলুন শুরু করা যাক।

##যা যা করতে হবে


প্রথমে picsay app টি অপেন করুন। তারপর sticker > title এ যান। তারপর tap to style title থেকে font এ যান। এরপর more font এ গিয়ে create fonts folder এ ক্লিক করুন। এবার আপনার sd card এ fonts নামে একটি folder তৈরি হয়ে গিয়েছে। এবার আপনি আপনার ttf font file গুলো fonts folder এ রাখুন। বাস কাজ হয়ে যাবে। তো বন্ধুরা হয়ে গেল আমাদের কাজ।
একটা কথা বলতে চাই। এই ট্রিকটা আপনার জানা থাকতে পারে তবে আমি বলবো আপনার জানা নেই। যদি আপনি জানতেন তবে এই TRICKBD তে শেয়ার করতেন।

তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকুন এবং TRICKBDএর সাথেই থাকুন।

8 thoughts on "আপনি কি picsay ব্যবহার করেন তবে এই ট্রিকটা আপনার জন্য"

  1. স্বপ্ন Author says:
    এর চেয়ে আরো উন্নত পোস্ট করুন
    তাহলেই অথর হবেন
    আপনাকে দিয়ে আরো ভাল কিছু আশা করছিলাম
    1. Jakariya Islam Author Post Creator says:
      এরকম করলো কেন?
  2. স্বপ্ন Author says:
    ভাই তোমার এ পোস্টে নেই কোন ডাউনলোড লিংক , নেই কোন বিস্তারিত আলোচনা……
    পোস্টটি যে পাবলিশ হয়েছে এটা কি সৌভাগ্য নয়??
  3. স্বপ্ন Author says:
    Trickbd rule অনুযায়ী কমপক্ষে মানসম্মত 3টি পোস্ট কর হলে তাহলেই অথর প্রদান করেন
    আর আপনার দুটি পোস্ট পেয়েছে তাও মোটামুটি
  4. স্বপ্ন Author says:
    তাই কমপক্ষে ভালো একটি পোস্ট করে মডেরেটর ভাইকে একটা কমেন্ট করে বলবেন
    এরপর ই অথর হবেন ভাই.
    তবে বেশি কমেন্ট করলে আপনার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে
    1. Jakariya Islam Author Post Creator says:
      হ্যাঁ,,, তবে আমি ৫টি পোষ্ট করেছিলাম। একটি দেখেনি।।
  5. স্বপ্ন Author says:
    ড্রাফটে রাখলে তো দেখার কথা না…….
    আর আপনি তখন তো বলছেন অনেক ভালো পোস্ট কই?????
    1. Jakariya Islam Author Post Creator says:
      এইটাই মনে হয়।

Leave a Reply