- টুর্নামেন্টের জন্যে রেজিস্ট্রেশন
প্রক্রিয়া ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮
মার্চ বিকেল ৪ টা পর্যন্ত চলবে,
রেজিস্ট্রেশনের জন্যে আগ্রহী যারা তারা
প্রয়োজনীয় তথ্যাদি প্রদান এর মাধ্যমে এর
নিন্মের লিঙ্ক এ রেজিস্ট্রেশন করতে
পারবেন http://gpcampaign.com/CRChamp2017 প্রত্যেকের নুন্যতম ৮ টাওয়ার
লেভেল থাকতে হবে Clash Royale
টুর্নামেন্টটিতে অংশ গ্রহন করতে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে
টুর্নামেন্ট শুরু হবে। -
রেজিস্টার্ড ইউজারদের এস এম এস এর
মাধ্যমে টুর্নামেন্ট সম্পর্কে জানিয়ে দেওয়া -
টুর্নামেন্ট শুরুর আগে রেজিস্টার্ড
ইউজারদের এস এম এসের মাধ্যমে
অংশগ্রহনের বিস্তারিত তথ্য পাঠিয়ে দেয়া হবে। -
যদি কোন অংশগ্রহণকারী একাধিকবার অংশগ্রহন
করে থাকে, তাহলে তার অংশগ্রহন বাতিল বলে
গন্য হবে। -
যদি কোন অংশগ্রহণকারী রেজিস্ট্রেশন ছাড়া
অংশগ্রহণ করে থাকে, তবে তার অংশগ্রহন বাতিল
বলে গন্য হবে। -
প্রথম রাউন্ডের জন্যে সর্বোচ্চ ৫০০০ জন
প্লেয়ার রেজিস্টার করতে পারবে। -
২য় রাউন্ডে মোট ১০০ জন অংশগ্রহণকারী
এগিয়ে যাবে। -
৩য় রাউন্ডে মোট ৫০ জন অংশগ্রহণকারী
এগিয়ে যাবে।
১ম স্থান – Clash Royale এর জন্য ২৫০০ জেমস
২য় স্থান – Clash Royale এর জন্য ২০০০ জেমস
৩য় স্থান – Clash Royale এর জন্য ১৫০০ জেমস
★★★ টুর্নামেন্ট খেলার জন্যে প্রত্যেক রেজিস্টার্ড প্লেয়ার প্রতিদিন ১০ এম বি ফ্রি ডেটা পাবে, ( প্রতি ৬ ঘন্টার জন্যে ) ফ্রি ডেটা এক দিনে সর্বোচ্চ একবার একটিভ করা যাবে, এবং ফ্রি
ডেটা পেতে প্লেয়ার কে এন্ড্রয়েড অ্যাপ
ডেটা আই এর মাধ্যমে Clash Royale ডাউনলোড
করতে হবে।