- টুর্নামেন্টের জন্যে রেজিস্ট্রেশন
প্রক্রিয়া ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮
মার্চ বিকেল ৪ টা পর্যন্ত চলবে,
রেজিস্ট্রেশনের জন্যে আগ্রহী যারা তারা
প্রয়োজনীয় তথ্যাদি প্রদান এর মাধ্যমে এর
নিন্মের লিঙ্ক এ রেজিস্ট্রেশন করতে
পারবেন http://gpcampaign.com/CRChamp2017 প্রত্যেকের নুন্যতম ৮ টাওয়ার
লেভেল থাকতে হবে Clash Royale
টুর্নামেন্টটিতে অংশ গ্রহন করতে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে
টুর্নামেন্ট শুরু হবে। -
রেজিস্টার্ড ইউজারদের এস এম এস এর
মাধ্যমে টুর্নামেন্ট সম্পর্কে জানিয়ে দেওয়া -
টুর্নামেন্ট শুরুর আগে রেজিস্টার্ড
ইউজারদের এস এম এসের মাধ্যমে
অংশগ্রহনের বিস্তারিত তথ্য পাঠিয়ে দেয়া হবে। -
যদি কোন অংশগ্রহণকারী একাধিকবার অংশগ্রহন
করে থাকে, তাহলে তার অংশগ্রহন বাতিল বলে
গন্য হবে। -
যদি কোন অংশগ্রহণকারী রেজিস্ট্রেশন ছাড়া
অংশগ্রহণ করে থাকে, তবে তার অংশগ্রহন বাতিল
বলে গন্য হবে। -
প্রথম রাউন্ডের জন্যে সর্বোচ্চ ৫০০০ জন
প্লেয়ার রেজিস্টার করতে পারবে। -
২য় রাউন্ডে মোট ১০০ জন অংশগ্রহণকারী
এগিয়ে যাবে। -
৩য় রাউন্ডে মোট ৫০ জন অংশগ্রহণকারী
এগিয়ে যাবে।
১ম স্থান – Clash Royale এর জন্য ২৫০০ জেমস
২য় স্থান – Clash Royale এর জন্য ২০০০ জেমস
৩য় স্থান – Clash Royale এর জন্য ১৫০০ জেমস
★★★ টুর্নামেন্ট খেলার জন্যে প্রত্যেক রেজিস্টার্ড প্লেয়ার প্রতিদিন ১০ এম বি ফ্রি ডেটা পাবে, ( প্রতি ৬ ঘন্টার জন্যে ) ফ্রি ডেটা এক দিনে সর্বোচ্চ একবার একটিভ করা যাবে, এবং ফ্রি
ডেটা পেতে প্লেয়ার কে এন্ড্রয়েড অ্যাপ
ডেটা আই এর মাধ্যমে Clash Royale ডাউনলোড
করতে হবে।
কপি মুক্ত ও স্কিনশট সহ।
আমাকে Author করার সুযোগ দিন।
ধন্যবাদ।
69560 user id
রানা ভাই tuner বানান।
১১টা মানসম্মত পোস্ট করেছি।
69560 user id
রানা ভাই tuner বানান।।।।
১১টা মানসম্মত পোস্ট করেছি।
clash royal এর প্লেয়ারের থেকে clash of clans এর প্লেয়ারের সংখ্যা হাজার গুণে বেশি! তে clash royal দিয়া এই টুর্ণামেন্ট টা দেওয়ার কি দরকার?
clash of clans এ এরকম কিছু দিলেই তো হতো!
[এর জন্যেই আমরা সকলে বলি GP একটা চোর, প্রতারক ! মিজ্জাজ টা যে কি খারাপ হচ্চে!]
ঐ কেউ Gp রে বাশ দে
Jei Number Die Korechen Abar Oi Number den. jodi lekha dekgai this number already registered. tahole bujhben register hoye geche.
লেভেল থাকতে হবে”।