Site icon Trickbd.com

জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্টকার্ড হরিয়ে গেলে কী করবে জেনে নিন

Unnamed

অনেকেই জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্টকার্ড হরিয়ে ফেলেছেন, এখন কী করবেন বুঝতে পারছেন না। তাদের সকল
প্রশ্নের উত্তর পাবেন এই লেখাটি থেকে

২। প্রশ্নঃ হারানো আইডি কার্ড পেতে বা
তথ্য সংশোধনের জন্য কি কোন ফি দিতে
হয়?
উত্তরঃ এখনো হারানো কার্ড পেতে কোন
প্রকার ফি দিতে হয় না। তবে ভবিষ্যতে
হারানো আইডি কার্ড পেতে/সংশোধন
করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য
করা হবে।

৪। প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড
কিভাবে সংশোধন করব?
উত্তরঃ প্রথমে হারানো আইডি কার্ড
উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন
করতে হবে।

৬। প্রশ্নঃ প্রাপ্তি স্বীকারপত্র / ID Card
হারিয়ে গেছে কিন্তু কোন Document নেই বা
NID নম্বর/ ভোটার নম্বর/ স্লিপের নম্বর নেই,
সে ক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা
নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ
করে NID Registration Wing/ উপজেলা/ থানা
নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন
করতে হবে।

৮। প্রশ্নঃ জাতীয় পরিচয় পত্রের মান
বর্তমানে তেমন ভালো না এটা কি
ভবিষ্যতে উন্নত করার সম্ভাবনা আছে?
উত্তরঃ হ্যাঁ। আগামীতে স্মার্ট আইডি
কার্ড প্রদানের জন্য কাযর্ক্রম চলমান আছে
যাতে অনেক উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ
থাকবে এবং মান অনেক উন্নত হবে। 🙂

» যেকোন মেয়েকে Impress করুন খুব সহজে