অনেকেই জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্টকার্ড হরিয়ে ফেলেছেন, এখন কী করবেন বুঝতে পারছেন না। তাদের সকল
প্রশ্নের উত্তর পাবেন এই লেখাটি থেকে

  • ১। প্রশ্নঃ ID Card হারিয়ে গিয়েছে।
    কিভাবে নতুন কার্ড পেতে পারি?
    উত্তরঃ নিকটতম থানায় জিডি করে জিডির
    মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা
    নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা
    ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে
    আবেদন করতে হবে।

২। প্রশ্নঃ হারানো আইডি কার্ড পেতে বা
তথ্য সংশোধনের জন্য কি কোন ফি দিতে
হয়?
উত্তরঃ এখনো হারানো কার্ড পেতে কোন
প্রকার ফি দিতে হয় না। তবে ভবিষ্যতে
হারানো আইডি কার্ড পেতে/সংশোধন
করতে সরকার কর্তৃক নির্ধারিত ফি ধার্য
করা হবে।

  • ৩। প্রশ্নঃ হারানো ও সংশোধন একই সাথে
    করা যায় কি?
    উত্তরঃ হারানো ও সংশোধন একই সাথে
    সম্ভব নয়। আগে হারানো কার্ড তুলতে হবে,
    পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন করা
    যাবে।

৪। প্রশ্নঃ হারিয়ে যাওয়া আইডি কার্ড
কিভাবে সংশোধন করব?
উত্তরঃ প্রথমে হারানো আইডি কার্ড
উত্তোলন করে তারপর সংশোধনের আবেদন
করতে হবে।

  • ৫। প্রশ্নঃ প্রাপ্তি স্বীকারপত্র / স্লিপ
    হারালে করণীয় কি?
    উত্তরঃ স্লিপ হারালেও থানায় জিডি করে
    সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে
    হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা
    দিতে হবে।

৬। প্রশ্নঃ প্রাপ্তি স্বীকারপত্র / ID Card
হারিয়ে গেছে কিন্তু কোন Document নেই বা
NID নম্বর/ ভোটার নম্বর/ স্লিপের নম্বর নেই,
সে ক্ষেত্রে কি করণীয়?
উত্তরঃ সংশ্লিষ্ট উপজেলা/ থানা/ জেলা
নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ
করে NID Registration Wing/ উপজেলা/ থানা
নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন
করতে হবে।

  • ৭। প্রশ্নঃ জাতীয় পরিচয়পত্রে নেই কিন্তু
    তথ্য পরিবর্তিত হয়েছে এমন তথ্যাদি
    পরিবর্তন কিভাবে সম্ভব?
    উত্তরঃজাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে এ
    সংক্রান্ত কাগজপত্রাদি সহ আবেদন করলে
    যাচাই-বাছাই করে বিবেচনা করা হবে।

৮। প্রশ্নঃ জাতীয় পরিচয় পত্রের মান
বর্তমানে তেমন ভালো না এটা কি
ভবিষ্যতে উন্নত করার সম্ভাবনা আছে?
উত্তরঃ হ্যাঁ। আগামীতে স্মার্ট আইডি
কার্ড প্রদানের জন্য কাযর্ক্রম চলমান আছে
যাতে অনেক উন্নত ও আধুনিক ফিচার সমৃদ্ধ
থাকবে এবং মান অনেক উন্নত হবে। 🙂

» যেকোন মেয়েকে Impress করুন খুব সহজে

3 thoughts on "জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্টকার্ড হরিয়ে গেলে কী করবে জেনে নিন"

  1. kawsar Contributor says:
    oi mia Kon application thaika copy maira post kora shuru korso..Rana vai ki tomago dekhena naki
  2. AMBITIOUS Contributor says:
    এত পরিশ্রম করে পোস্ট করি রানা ভাই কে review করবেন না?১৬+ টা মানসম্মত পোস্ট করেছি
    69560 user id
    ফ্রি ফেইসবুক ;ফ্রি Sports news;ফ্রি কুরআন…পোস্ট করেছি;Viva Video pro hack version ফ্রি পোস্ট করেছি। প্রতিদিনই ১-২ টা মূলবান মানম্মত পোস্ট করছি যেগুলো থেকে প্রতিনিয়ত বিরত থাকছেন হাজারো ট্রিক বিডি ভিজিটর।
    রানা ভাই tuner বানান
  3. jahir12 Contributor says:
    NID card tulche online thaka but ta deya reg korta parche na kno??

Leave a Reply