আসসালামুআলাইকুম , আশা করি সবাই ভালো আছেন
আজকে আপনাদের আমি বলব কিভাবে আপনারা কোনো ধরনের ক্রাক ছাড়াই খুব সহজে IDM ( Internet Download Manager ) ব্যবহার করবেন , সাধারনত আমরা ট্রায়াল রিসেট করার মাধ্যমে এটার Premium ভার্সন কোনো ধরনের অসুবিধা ছাড়াই ব্যবহার করতে পারবো
আমরা কিছু অল্প ধাপ এর মধ্যো এটি শেষ করবো এবং ধাপ গুলো হবে খুব সহজ চলুন শুরু করা যাক
১) সর্ব প্রথম আপনাদেরকে একটি সফটওয়্যার ইন্সটল করা লাগবে , সফটওয়্যার টির নাম হল IDM TRIAL RESET সফটওয়্যারটি একেবারে কম এম্বি এর একটি সফটওয়্যার তাই নেই কোনো ঝামেলা , নিচের দেয়া লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
২) ইন্সটল করা হয়ে গেলে অ্যাপ টা ওপেন করুন এবং হাল্কা প্রোসেসিং এর মাধ্যমে অ্যাপসটি ওপেন হয়েও যাবে
৩) ওপেন করলে ৩ তা function দেখতে পারবেন trial reset , register ,help এই বাটনগুলি পেয়ে যাবেন
৪) Trial reset এই অপশন এ ক্লিক করুন
৫) তারপর একটি বাটন দেখতে পাবেন বাটন টির নাম হলো ( Reset the idm trial now ) তার নিচে একটি চেকমার্ক দেখতে পাবেন Automatically এই নামে এটি টিক করে রাখবেন।
৬) এবার Reset the idm trial now এটাতে ক্লিক দিন এবং একটু অপেক্ষা করেন দেখবেন Sucessfull লেখা উঠছে
৭) এবার IDM এর মূল অ্যাপস ওপেন করেন দেখবেন আপনি আবার ট্রায়াল পেয়েছেন।
প্রতি মাসে ঠিক এই ভাবে ট্রায়াল নিতে পারবেন মূল সফটওয়্যার থেকেই , আশা করি আপনার এই ট্রিকটা ভালো লাগবে , লেখাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন
6 thoughts on "IDM প্রিমিয়াম ব্যাবহার করুন ট্রায়াল রিসেট করে [ Secret Tips ]"